fbpx
           
       
           
       
উচ্চ সতর্কতার নির্দেশ দিয়ে সামরিক শক্তি বাড়াতে বললেন কিম
জুন ১২, ২০২১ ১০:১৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়ানোর জন্য কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি বলেছেন, দেশের সামগ্রিক শক্তি বাড়াতে হবে।

এছাড়া কোরীয় উপদ্বীপের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় তিনি সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।

শনিবার (১২ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। তবে এ জন্য সামরিক বাহিনীকে কী ধরনের তৎপরতা চালাতে হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এসময় তিনি উত্তর কোরিয়ার সামগ্রিক জাতীয় প্রতিরক্ষা বিষয়ক নতুন অবস্থা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। -পার্সটুডে

-এএ

সর্বশেষ সব সংবাদ