fbpx
           
       
           
       
চীনে দীর্ঘ ৮মাস পর করোনায় মৃত্যু
জানুয়ারি ১৪, ২০২১ ১১:৪২ অপরাহ্ণ

আওয়ার ইসলাম: দীর্ঘ আট মাস পর চীনে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে। মৃত ব্যক্তি হুবেই প্রদেশের অধিবাসী।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ঘটে। এরপর দেশটি কঠোরভাবেই করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়। কিন্তু সম্প্রতি করোনার বিস্তার বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে লকডাউনসহ ভ্রমণ নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে।

সংক্রমণ বাড়তে থাকায় বুধবার (১৩ জানুয়ারি) চীনের হেইলংজিজিয়াং প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রদেশটিতে তিন কোটি ৭০ লাখের বেশি লোক বাস করেন। এছাড়া রাজধানী বেইজিংকে ঘিরে থাকা হুবেইয়ের বেশ কয়েকটি শহরে লকডাউন আরোপ করা হয়েছে।

-কেএল

সর্বশেষ সব সংবাদ