বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

পর্নোগ্রাফিতে সয়লাব দেশ; উত্তরণের পথ কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসা আল হাফিজ
লেখক, কলামিষ্ট>

সারা ব্রিটেনে ২০১৯ সালে ১৮ থেকে ২৫ বছর বয়সী লোকজনের ওপর চালানো এক জরিপে দেখা গেছে, ৭৭% পুরুষ এবং ৪৭% নারী বলেছে যে জরিপের আগের মাসে তারা পর্নোগ্রাফি দেখেছে। সূত্র: বিবিসি

বাংলাদেশে ৩০-৩৫ বছর বয়সী ইন্টারনেট ব্যবহার কারীদের মধ্যে চালানো জরিপে দেখা গেছে, তাদের শতভাগই একবার হলেও পর্নোগ্রাফি দেখেছেন৷ নিয়মিত পর্নোগ্রাফি দেখেন ৯০ ভাগ৷ আর যুবনারীদের মধ্যে সংখ্যাটা শতকরা ৫০ ভাগ৷ সূত্র : মানুষের জন্য ফাউন্ডেশন

পর্ণোগ্রাফি বাংলাদেশে কী প্রলয় নিয়ে আসছে, সেটা কল্পনা করাও কঠিন। বিশেষত কিশোরদের পর্ণো আসক্তি ভয়াবহ রূপ নিয়েছে। তরুণরা উচ্ছন্নে যাচ্ছে। সিক্স থেকে এইট পড়তে না পড়তেই ষাট ভাগের অধিক শিক্ষার্থী পর্নো দেখার অভিজ্ঞতা লাভ করছে। তাদের প্রধান এক অংশ তলিয়ে যাচ্ছে গভীর অন্ধকারে!

এ সমস্যা নিয়ে আমরা ভাবছি।
- কী করা যেতে পারে?
করণীয় অনেক কিছুই আছে। সমস্যাটির মুখোমুখি হতে হবে, অন্য উপায় নেই। সরকার, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও ধর্মীয় নেতৃত্ব, ভার্চুয়াল এক্টিভিস্ট সবারই করার আছে। শিশু-কিশোর-মনোলোকেও কাজ করতে হবে।

এ সমস্যা নিয়ে উদ্বিগ্ন ও সক্রিয়, এমন কিছু তরুণ জানালেন, এ ময়দানে কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা। একটি সমস্যা নিয়ে আজ বলি।

ইসলামপন্থীদের অনেকেই এ কাজে বাঁধা হয়ে দাঁড়ান। তারা বলেন, এ নিয়ে আলাপ জারি থাকলে এটি আরো ছড়াবে।যারা জানে না, তারাও জানবে। একে চেপে যেতে হবে।

এটি সমস্যার বিস্তার ও ভয়াবহতা থেকে অজ্ঞতার ফসল। পর্ণো আসক্তি বাংলাদেশে ইতোমধ্যে সামাজিক রূপ পেয়ে গেছে। দেশি-বিদেশী সমস্ত জরিপ এ কথাই বলছে।

চারদিকে ঝড় বয়ে যাচ্ছে। আপনি বালিতে মাথা লুকিয়ে বলতে পারেন না, ঝড় আসলে নেই! এর মুখোমুখি হতে ইতোমধ্যে অনেক বিলম্ব হয়ে গেছে। এবার একে উপেক্ষা করে আর রক্ষে নেই!

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ