fbpx
           
       
           
       
স্বস্ত্রীক করোনা আক্রান্ত সংসদ সদস্য ফারুক
ডিসেম্বর ০৫, ২০২০ ১০:০৫ অপরাহ্ণ

আওয়ার ইসলাম: সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ও স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গত সপ্তাহে করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়েছিলেন তিনি। কিন্তু ৩ ডিসেম্বর আবারও করোনা পজিটিভ এসেছে তার। একই সঙ্গে এবার আক্রান্ত হয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুকও। তবে তাদের মেয়ে তুলসি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

সাংসদ ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী আসমা পাঠান রুম্পা জানান, নায়ক ফারুক ও তার স্ত্রী এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটে আছেন তারা।  এর আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।

-কেএল

সর্বশেষ সব সংবাদ