
‘তরুণ প্রজন্মের জন্য মক্তব চালু করলে কিশোর অপরাধ কমবে’
মুহাম্মদ ইকরামুল হক চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি> আল্লামা শাহ আলী আহমেদ… ...
আওয়ার ইসলাম: এবার মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার ও তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বাহরাইন। বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে এই টিকার অনুমতি দিল দেশটি। সম্প্রতি প্রথম দেশ হিসেবে এই টিকা ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাজ্য।
শুক্রবার বাহরাইনের জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এনএইচআরএ) এই টিকার অনুমোদনের কথা জানায়।
ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বাহরাইন। এটি উচ্চঝুঁকিপূর্ণ রোগীদের ওপর ব্যবহার করা হবে।
তবে কবে নাগাদ এই টিকা ব্যবহার করা শুরু হবে এববং কী পরিমাণ ভ্যাকসিন কেনা হয়েছে, এমন কিছু জানায়নি বাহরাইন। ফাইজার-বায়োএনটেক কর্তৃপক্ষও কিছু বলেনি।
করোনা ভাইরাস থেকে সেরে উঠতে তিন সপ্তাহের ব্যবধানে ফাইজারের টিকার দু’টি ডোজ নিতে হবে।
এর আগে বাহরাইন সিনোফার্মের তৈরি চীনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। ইতোমধ্যেই অন্তত ৬ হাজার মানুষের ওপর তা ব্যবহারও করা হয়েছে।
-এএ