fbpx
           
       
           
       
ঈমান আকীদা সংরক্ষণ কমিটির মাহফিল আগামী শনিবার
ডিসেম্বর ০২, ২০২০ ১০:১৫ অপরাহ্ণ

আরিফুল ইসলাম বাদল ।।

৫ ডিসেম্বর আগামী শনিবার অনুষ্ঠিত হবে ঈমান আকীদা সংরক্ষণ কমিটির ওয়াজ ও দোয়া মাহফিল। মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রচার প্রসার পোস্টার মাইকিং চলছে পুরোদমে।

আল্লামা নূর হুসাইন নূরানীসহ স্থানীয় আলেম ওলামা ইমাম খতীব ও মাদ্রাসা শিক্ষকবৃন্দের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা খুরশিদ আলম কাসেমী।

উক্ত সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা। সমাবেশটির সার্বিক তত্বাবধানে রয়েছে হুমায়ুন কবির, আ.আসালাম মেম্বার ও রিজোয়ান মাহমুদ রনি।

-কেএল