শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

বাংলা-আমেরিকা সম্পর্ক: বাইডেনকে আগে থেকেই চেনেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট। আর সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার পাশাপাশি বসার ও কথা বলার সুযোগ মিলেছে। সে হিসেবে বলা যায় বাংলা-আমেরিকা সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। সবকিছু ঠিক থাকলে আমেরিকার বিধি অনুযায়ী ২০ জানুয়ারি দায়িত্ব নেবেন তিনি। জো বাইডেন প্রশাসন দায়িত্ব নিলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

কারণ হিসেবে বাইডেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানাশোনা আর দল হিসেবে ডেমোক্র্যাট পার্টি ও আওয়ামী লীগের আদর্শিক মিল বড় প্রভাবক হবে বলে ধারণা তাদের। এই সুযোগের সদ্ব্যবহারে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক ফ্রন্টগুলোকে আরও দক্ষ ও গতিশীল করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

এদিকে বিপুল ভোটে জিতেই ঐক্যের ডাক দিয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। ধারণা করা হচ্ছে, শুরুতেই জলবায়ু পরিবর্তন ও কোভিডের মত বহুপাক্ষিক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অবস্থান বাতিল করতে পারেন জো বাইডেন। এরকম ইস্যু বাংলাদেশেরও অগ্রাধিকার।

দুই নেতার এই আগাম জানাশোনা আগামী দিনের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা বিশ্লেষকদের। গত এক দশকে আন্তর্জাতিক অঙ্গনে বেড়েছে বাংলাদেশের গুরুত্ব। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সেই সম্পর্ক জোরদার হয়েছে আরও। আর আগে থেকেই ডেমোক্র্যাটদের সাথে ভালো যোগাযোগ ছিল বাংলাদেশের।

এসব সম্ভাবনাকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নেও অবস্থানগত কারণে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে বলে ধারণা তাদের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ