বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৮ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বরিশালে গতি ফিরছে নূরানী বোর্ডের কাজে বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’

৩ হাজার টাকা দিতে না পারায় ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস মহামারিতে কাজ করতে না পারায় বাড়ি ভাড়া ঠিকমত পরিশোধ করতে পারেননি ভাড়াটিয়া ফয়েজ (৪০)। নারায়ণগঞ্জের বন্দরে ৩ হাজার টাকা বকেয়া ভাড়া পরিশোধ না করতে পারায় এ ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ির মালিকের স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়িস্থ প্রধান বাড়ি এলাকার উম্মে কুলসুমের বাড়িতে এ ঘটনা ঘটে।গ্রেফতারকৃতরা হল, বাড়ির মালিকের স্ত্রী উম্মে কুলসুম, ওই বাড়ির ভাড়াটিয়া মহিউদ্দিন ও তার স্ত্রী শিরিনা বেগম।

নিহত ভাড়াটিয়া মো. ফয়েজ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন চরবলাকী গ্রামের আবুল মিয়ার ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পুরান বন্দর চৌধুরী বাড়িস্থ প্রধান বাড়ি এলাকায় উম্মে কুলসুমের বাড়িতে কয়েকবছর যাবৎ মো. ফয়েজ তার স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করে আসছিলো।

করোনাভাইরাস মহামারিতে কোথাও তেমন কাজ করতে না পারায় বাড়ি ভাড়া ঠিকমত পরিশোধ করতে পারেননি ফয়েজ। এতে করে ৭ হাজার টাকা ভাড়া বকেয়া হয়ে যায়। গত বৃহস্পতিবার রাতে এই বকেয়া বাড়ি ভাড়া দ্রুত পরিশোধ করতেই বাড়ির মালিক উম্মে কুলসুম ভাড়াটিয়া মো. ফয়েজ ও তার স্ত্রী রোজিনা বেগমকে চাপ দেয়। এতে ৭ হাজার টাকা বকেয়ার মধ্যে ৪ হাজার টাকা পরিশোধ করে। বাকি ৩ হাজার টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়।

শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির মালিক উম্মে কুলসুম ও অপর ভাড়াটিয়া মহিউদ্দিনসহ তার স্ত্রী শিরিনা মিলে বকেয়া ৩ হাজার টাকা পরিশোধ করতে না পারলে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দিবে বলে ফয়েজ ও তার স্ত্রীকে গালমন্দ করে। একপর্যায় উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। বাড়ির মালিক উম্মে কুলসুম ও তার সহযোগী ভাড়াটিয়া মহিউদ্দিন, তার স্ত্রী শিরিনার বেধড়ক মারধরের একপর্যায়ে ফয়েজ অজ্ঞান হয়ে যায়। এসময় ফয়েজের স্ত্রী রোজিনা বেগম চিৎকার করলে আশপাশের লোকজন এসে ফয়েজকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় বাড়িওয়ালার স্ত্রী উম্মে কুলসুমসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ