মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৬ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭


রাজনৈতিক ফায়দা লুটতে নবিজির অবমাননা করছে ফ্রান্স: ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নবি মুহাম্মদ সা.কে অবমাননার নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। ফ্রান্সের রাজনৈতিক নেতারা রাজনৈতিক ফায়দা লুুটতে এমন নিন্দনীয় কাজ করছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

গতকাল শুক্রবার ওআইসির জেনারেল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন।

টিআরটি ওয়ার্ল্ডে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ফ্রান্স-মুসলিম সম্পর্ক বিনষ্ট করবে। ঘৃণা ছড়াতে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, রানৈতিক ফায়দা লুটতেই দেশটির রাজনৈতিক নেতারা ক্রমাগত মুসলমানদের টার্গেট করছে।

উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সে ক্লাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারনে স্যামুয়েল প্যাটি নামের এক শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। ঐ শিক্ষককে সম্মান জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ রাখবে না। সেই সম্মানপ্রদর্শনেরই অংশ হিসেবেই এ অভিশপ্ত কাজ করছে ফ্রান্সের প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ