মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ।। ৩০ আষাঢ় ১৪৩২ ।। ২০ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
নতুন বাংলাদেশ গঠনে ৭ দফা বাস্তবায়নের আহ্বান জামায়াত নেতা বুলবুলের ‘বিএনপি নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সন্ত্রাস ও চাঁদাবাজকে আরও উস্কে দেবে’  ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক ‘জুলাইয়ে উলামায়ে কেরাম বুকের তাজা রক্ত দিয়ে হকের পথে ছিলেন’ রাষ্ট্রের টাকায় পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে উপদেষ্টা শারমীন মুরশিদ: হেফাজত ৭ লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, যা বললেন এনসিপি নেতা ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে : মির্জা ফখরুল  গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর ‘মহা বিপর্যয়’, ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি ইসলামি দলগুলোর ঐক্যচেষ্টায় পিআর কি বাধা হয়ে দাঁড়াবে? রাতে চরমোনাই যাচ্ছে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

ইসলাহী মজলিসে যা বললেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: কয়কেবছর আগে বেফাকের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমরা তিনজন ছিলাম। সেদিন আমার সাথে থাকা বাকি দুজন একটি প্রস্তাব দিলে আমি তার বিরোধিতা করেছিলাম। সেদিন যদি আমার সাথে থাকা বাকি দুজন আমার কথা বুঝতো। আমার পরামর্শ মানা হতো তাহলে আজকে আমাদের এ অবস্থায় আসতে হতো না। (সে দুজনের একজন এখনো এখানে উপস্থিত আছেন। আমি নাম বলবো না। তবে যদি স্বাক্ষী হিসেবে কেউ চান তাহলে আমি হাজির করতে পারবো।)

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) কওমী মাদরাসায় চলমান সংকট থেকে উত্তোরণে দেশের শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে কামরাঙ্গীরচর মাদরাসায় গুরুত্বপূর্ণ ইসলাহী মাহফিলে এসব কথা বলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী।

তিনি আরও বলেন, ফরিদাবাদ কাউন্সিলে আমি অত্যন্ত আদবের সাথে একটি কথা বলেছিলাম। খুবই বিনয়ের সাথে কিছু কথা তুলে ধরেছিলাম। কিন্তু সেদিন আমার কথাগুলো নিয়ে বিদ্রুপ করা হয়েছিলো। সেদিনের একটি কথা অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, সেদিন একটি গঠনতন্ত্র অত্যন্ত দ্রুততার সাথে পত্রিকার মতো পাঠ করা হয়েছিলো। যার অনেককিছুই অনেকে বুঝতে পারেননি। যাই হোক সেখানে আরও অনেক কথা আছে। সেটা এখন বলা যাবে না। কিন্তু এখন দেখতেছি, সেই গঠনতন্ত্রটির কোনো কার্যকারিতাই নেই। এরপরও আজকে আমার পক্ষ থেকে প্রস্তাব হলো, বর্তমানে যে গঠনতন্ত্র আছে সে গঠনতন্ত্রের নিরিখে সামনে কাজ চালিয়ে যেতে হবে।

যদি গঠনতন্ত্রের ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়া হয় তাহলে যে ভাইরাস বেফাকের ভেতরে ঢুকেছে সেটা দ্রুত দূর হয়ে যাবে। আর তৃতীয় প্রস্তাব হলো, ঢাকার বাইরে বেফাকের কোনো জাতীয় সমাবেশ হতে পারবে না।

মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ফজলুল করীম কাসেমী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর যৌত সঞ্চালনায় ইসলাহী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার আল্লামা নূরুল ইসলাম জিহাদী, দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধূরী, ময়মনসিংহের মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, বারিধারা মাদরাসার শায়খে ছানী মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতীব মাওলানা আব্দুল আউয়াল, রামপুরার মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুর রব ইউসুফী, ময়মনসিংহের মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বারিধারা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নাজমুল হাসান, জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, ইসলামবাগ মাদরাসার মুহতামিম মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, বি.বাড়ীয়া প্রতিনিধি মাওলানা লিয়াকত উসমানী, হাফেজ্জী হুজুর রহ. এর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা শওকত হোসেন সরদার, মাওলানা মাসউদুল করীম, নাজিরহাট মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা হাবীবুর রহমান, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুফতি আব্দুর রহমান, কওমী ঐতিহ্যের মাওলানা মুসা বিন ইজহার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ