আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সরকারি রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতে তথ্যটি নিশ্চিত করেছেন রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মুহা. এহতেশামুজ্জামান।
তিনি বলেন, ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার পর গত ৩০ এপ্রিল কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন ওই ব্যাংক কর্মকর্তা। সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগে কর্মরত ছিলেন সহিদুল ইসলাম খান। ৪৯ বছর বয়সী এই কর্মকর্তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে পড়াশোনা করেছিলেন।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে তিনজন ব্যাংকারের মৃত্যু হলো।
-এএ