সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

বাংলার এক মহা মনীষী ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারেক জামিল।।

বাংলাদেশে যে সকল উলামায়ে কেরামের নাম উল্লেখ্যযোগ্য তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহ.,তিনি ছিলেন একজন বিজ্ঞ আলেম,অলী ও বহুগুণের অধিকারী।

জন্ম: তিনি ১৩১৫ হিজরি মোতাবেক ১৮৯৬ সনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন ভূবন গ্রামে জন্মগ্রহণ করেন,পিতা নাম মাওলানা আনোয়ার আলী ও মাতার নাম জোবাইদা খাতুন।

শিক্ষা: তার বয়স নয় বছর হলে পিতা তাকে গ্রামের এক স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে ভর্তি করেন,কিন্তু কয়েক মাস পর পিতা দেখেন তাজুল ইসলাম কোন বই পড়েনা,পিতার চেহারায় বিসন্নতার ছাপ পরিস্ফুট হল,পিতা তাকে ডেকে জিজ্ঞেস করলে তিনি বললেন আমি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সব বই মুখস্ত করে ফেলেছি, পিতা তাকে প্রশ্ন করলে তিনি বিরতিহীন ভাবে উত্তর দিতে লাগল পিতা ছেলের মেধার প্রখরতা দেখে তাকে মাদ্রাসায় ভর্তি করান,তিনি শ্রীনগর মাদ্রাসায় কিছুদিন পড়ে সিলেট আলিয়া মাদ্রাসায় ভর্তি হন,১৩৩৭-৩৮হিজরীতে সিলেট আলিয়া মাদ্রাসার সর্বশেষ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।

দারুল উলুম দেওবন্দ গমন: ১৩৩৮ হিজরিতে তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি,দারুল উলুমে তিনি উচ্চতর হাদিস,ফিকাহ,আকাইদ,আরবি সাহিত্য অধ্যায়ন করে ১৩৪০ হিজরীতে সর্বশেষ পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন তিনি দেশে ফিরে আসার সময় আল্লামা কাশ্মীরী (রহঃ) বলেন"দারুল উলুমের ইলমের ভান্ডার তাজুল ইসলাম এর সাথে বাংলায় চলে যাচ্ছে।

কর্মজীবন ও অধ্যাপনা: ১৩৪০ হিজরীতে ইনি সর্বপ্রথম জামিয়া মিল্লিয়া কুমিল্লা এর শায়খুল হাদীস হন, ১৩৪২ হিজরীতে ব্রাক্ষণবাড়িয়া জামিয়ার অধ্যক্ষের পদ শূন্য হলে তিনি এই পদে সমাসীন হন,তিনি প্রায় ৪২ বছর জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস ছিলেন।

মৃত্যু: ১৯৬৭ সালের ৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ বছর বয়সে ইন্তেকাল করেন

লেখক: শিক্ষার্থী,জামিয়া ইউনুছিয়া ব্রাক্ষনবাড়িয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ