শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

১৭ শতকের উসমানী ভূগোলবিদের রচিত বইয়ের পুনর্মুদ্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরের ভৌগলিক বিবরণ নিয়ে সতেরো শতকে উসমানী ভূগোলবিদের লেখা একটি বই পুনরায় মুদ্রণ করা হচ্ছে।

উসমানী ঐতিহাসিক ও ভূগোলবিদ কাতিব চেলেবির লেখা ‘মুনতেহাব-ই-বাহরিয়ে’ নামের বইয়ে ভূমধ্যসাগর ও এজিয়ান অঞ্চলের ভূতত্ত্বের ঐতিহাসিক বিবরণ দেওয়া হয়েছে।

ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ফিকরাত সারিজাওলু-এর সম্পাদনায় বইটি তুরস্কের রেয়ার বুকস লাইব্রেরি প্রকাশ করছে।

ঐতিহাসিক ও নাবিকদের জন্য বইটি গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে বলে জানান সারিজাওলু।

তিনি বলেন, “এ বইয়ে এ অঞ্চলের প্রবালপ্রাচীর ও বন্দর, আঞ্চলিক জনগণ এবং দুর্গ-প্রাচীর সম্পর্কে আলোচনা করা হয়েছে।”

৯৩টি ম্যাপ সংযুক্ত এই বইটি উসমানী নৌ-সেনাপতি পিরি রইসের কিতাব-ই-বাহরিয়ে-কে ভিত্তি করে লেখা হয়েছে বলে মনে করছেন অধ্যাপক সারিজাওলু। কাতিব চেলেবি তার সময় পর্যন্ত হাল-নাগাদ করে নতুন করে এ বইটি লিখেছেন বলে জানান তিনি।

১৬০৯ সালে তৎকালীন উসমানী রাজধানী ইস্তানবুলে নেওয়া ঐতিহাসিক ও ভূগোলবিদ মুস্তফা বিন আবদুল্লাহ ইতিহাসে কাতিব চেলেবি নামে পরিচিত। ‘কাশফ আল-জুনুন’ নামে আরবিতে উসমানী সাম্রাজ্য ও কাছাকাছি অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে এক বিশ্বকোষ রচনার জন্য তিনি খ্যাতি অর্জন করেন।

১৬৫৭ সালে ইস্তানবুলেই তিনি ইন্তেকাল করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ