দেশের অন্যতম শীর্ষ আলেম, বিখ্যাত আরবি সাহিত্যিক, চট্টগ্রাম জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)
শুক্রবার (২ মে) দিবাগত রাত ১২টার পর তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
এর আগে, গত ১৮ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
দারুল মাআরিফের উস্তাদ মাওলানা মাহমুদ মুজিব ইন্তেকালের খবর নিশ্চিত করেছেন। তবে তাঁর দাফন-কাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে সারাদেশে আলেম-উলামার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জন্য শোক জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
আরএইচ/