মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে গুলশান কার্যালয়ে যাচ্ছেন শায়খে চরমোনাই খালেদা জিয়ার মৃত্যু: বুধবার বিকেল পর্যন্ত বন্ধ থাকবে সব দোকানপাট খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঢাবিতে দোয়া মাহফিল খতমে বুখারি ও শিক্ষা সমাপনী অনুষ্ঠান নিয়ে পাকিস্তান বেফাকের কঠোর সতর্কবার্তা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নূরানী বোর্ডের পরিচালকের শোক খালেদা জিয়ার ইন্তেকালে ইউকে জমিয়তের শোকবার্তা খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান খালেদা জিয়া সেদিন আলেম-ওলামার পক্ষে দাঁড়িয়েছিলেন: হেফাজতে ইসলাম বেগম জিয়ার মরদেহ সকালে নেয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ

ফলাফলে সেরা রাজশাহী, পিছিয়ে সিলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ পাসের হার রাজশাহী শিক্ষাবোর্ডে। আর পাসের হারে সবার শেষে রয়েছে সিলেট শিক্ষাবোর্ড।

আটটি শিক্ষাবোর্ডে পাসের হার- রাজশাহীতে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ঢাকায় ৭৯ দশমিক ৬২ শতাংশ, সিলেটে ৭০ দশমিক ৮৩ শতাংশ, দিনাজপুরে ৮৪ দশমিক ১০ শতাংশ, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬ শতাংশ, যশোরে ৯০ দশমিক ৮৮ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ শতাংশ ও বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ৪১ শতাংশ।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।

সবমিলিয়ে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে আট লাখ ৮২ হাজার ২২৪ জন উত্তীর্ণ হয়। অন্যদিকে ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র অংশ নেয় পরীক্ষায়। এর মধ্যে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন পাস করে।

আটটি শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ৫৪ শতাংশ। বিপরীতে ছেলেদের পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ। অংশগ্রহণ নারী শিক্ষার্থীর সংখ্যা আট লাখ ৭৩ হাজার ৬৭২ জন। এর মধ্যে সাত লাখ ২৯ হাজার ৮৯৫ জন উত্তীর্ণ হয়। অন্যদিকে আট লাখ ২০ হাজার ৯৮০ জন ছাত্র অংশ নেয় পরীক্ষায়। এর মধ্যে ৬ লাখ ৭৩ হাজার ২৬২ জন পাস করে।

এদিকে এ বছর এক লাখ পাঁচ হাজার ৫৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৯১ হাজার ৩৩ জন জিপিএ-৫ পেয়েছে এ বিভাগ থেকে। বিজ্ঞান বিভাগ থেকে পাঁচ লাখ ৪১ হাজার ৩২৩ জন এছাড়া ব্যবসা বিভাগ থেকে দুই হাজার ৮৭ জন জিপিএ-৫ পায়। অন্যদিকে মানবিক বিভাগ থেকে এক হাজার ৪৩৬ জন জিপিএ-৫ পেয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ