মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


রেডিওটাচের এবারের অতিথি যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতি সোমবার রাত আটটায় দেশসেরা কণ্ঠশিল্পীদের নিয়ে গান কবিতায় মেতে উঠে রেডিওটাচ৷

সেই ধারাবাহিকতায় মার্চের ১১ তারিখ সোমবার রাত আটটায় প্রচারিত হবে radiotouch24.com এর নিয়মিত শো 'আড্ডা হবে গান কবিতায়' এর নতুন পর্ব৷

অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন আরজে সালমান। অতিথি হিসেবে থাকবেন, শাহে মদিনা শিল্পী গোষ্ঠীর শিল্পী, সাইফুল্লাহ সাদী, বিন ইয়ামীন ও রাশেদ সাকী।

অনুষ্ঠানটি শুনতে পারবেন radiotouch24.com এর এ্যাপ এবং ওয়েবসাইটে। সরাসরি দেখতে পারবেন radiotouch24.com এর অফিসিয়াল ফেসবুক পেইজে।

‘আড্ডা হবে গান কবিতা’র নিউজ পার্টনার হিসেবে রয়েছে আওয়ার ইসলাম, আওয়ার নিউজ বিডি ও দৈনিক ভোরের সূর্য।

উল্লেখ্য, খুব শিঘ্রই রেডিওটাচে আসছে বাংলাদেশের সেরা আলেম উলামাদের নিয়ে প্রশ্ন–উত্তর ভিত্তিক সম্পূর্ণ নতুন শো, ‘জানতে চাই জানাতে চাই’৷ অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্রবার৷

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ