শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

২০০০ অভিবাসী শিশুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে ট্রাম্প প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম:  যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে গত ৬ সপ্তাহে প্রায় ২০০০ অভিবাসী শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে।  মেক্সিকোর অবৈধ অভিবাসন-প্রত্যাশীদের বিরুদ্ধে  শক্ত আটক অভিযান পরিচালনা করছে ট্রাম্প প্রশাসন। পরিবারের পূর্ণ বয়স্ক নারী-পুরুষ আটক হওয়ার কারণেই তাদের সুরক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই শিশুরা। বৃহস্পতিবার অ্যটর্নি জেনারেল জেফ সেসন বাইবেলকে উদ্ধৃত করে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ব্যাপারে জিরো টলারেন্স নীতির পক্ষে যুক্তি হাজির করেন।

আগে মেক্সিকো থেকে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রথমবার প্রবেশকারীদের মধ্যে যারা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনে আসছে বলে আলামত পাওয়া যেত, তাদেরই কেবল আটক করা হতো। পরিবর্তিত অভিবাসন নীতিতে যারাই অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমেরিকা প্রবেশের চেষ্টা করবে, তাদেরকেই আটক করা হচ্ছে।

বৃহস্পতিবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সেসন বাইবেল থেকে সেইন্ট পলকে উদ্ধৃত করে বলেন,  তিনি জনসাধারণকে সরকারের নির্দেশনা মেনে চলতে বলেছিলেন, কেননা স্রষ্টা তার নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব সরকারকে দিয়েছেন। অভিবাসন প্রশ্নকে এরসঙ্গে যুক্ত করে তিনি বলেন, ‘আমাদের নীতি সাময়িকভাবে শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করতে পারে তবে এই সিদ্ধান্ত অপ্রয়োজনীয় ও অন্যায্য নয়’।  অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র প্রবেশ করতে গিয়ে আটক হওয়ার কারণে তাদের সঙ্গে থাকা শিশুরা যুক্তরাষ্ট্রে বিবেচতি হচ্ছে 'উপযুক্ত অভিভাবকত্বহীন শিশু' হিসেবে।

মার্কিন স্বরাষ্ট্র দফতর-হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলরেছ, ১৯ এপ্রিল থেকে ৩১ মে সময়ের মধ্যে আটক হওয়া ১৯৪০ পূর্ণ বয়স্ক ব্যক্তির সঙ্গে থাকা ১৯৯৫ জন শিশু পরিবার-বিচ্ছিন্ন হয়েছে। এদের মধ্যে কার বয়স কতো, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তা জানানো হয়নি। ওই শিশুরা হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। মামলা নিষ্পত্তির প্রক্রিয়া চলমান অবস্থায় সরকারের ডিটেনশন ফ্যাসালিটিজ ও ফস্টার কেয়ারে রাখা হয়েছে তাদের।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ