মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


ইরানকে দোষি সাব্যস্ত করতে জাতিসংঘের সমর্থণ করলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়েমেনের হুতি বিদ্রোহিদের হাতে তুলে দেয়ায় ইরানকে দোষারূপ করে যে প্রস্তাবনা তৈরি করেছে জাতিসংঘ, তাতে সমর্থন করেছে সৌদি আরব, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে বলেন, জাতিসংঘের এই প্রস্তাবনা পাস হলে ইরানের সমর্থিত হুতি বিদ্রোহীদের জন্য ঐক্যবদ্ধ আক্রণের মাধ্যমে প্রতিহত করার একটি রাস্তা খুলে যাবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ-বিদ্রোহের সঙ্কটও বন্ধ হতে পারে।

সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের আহ্বান জানানো হয়েছে। কিন্তু তারপরও ইরান ইয়েমেনের হুতিদেরকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, যার কারণে বেসামরিক নাগরিকরা আক্রান্ত হচ্ছে প্রতি নিয়ত। আল জুবায়ের ২০১৫ সালে সৌদির সাথে যে পারমানবিক চুক্তি হয়েছে তা পরিবর্তনেরও আহ্বান জানায়।

জাতিসংঘের এই খসড়া ২৬ফেব্রুয়ারি গৃহীত হবে। কিন্তু রাশিয়া ইরানকে দোষি সাব্যস্ত করা থেকে বিরত থাকার সমূহ সম্ভবনার কথা বলছেন বিশেষজ্ঞরা। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ও সৌদি এর পক্ষে সমর্থন দিয়েছে।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ