সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ

৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রচণ্ড শীতের কষ্ট থেকে দেশের অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসার হিফজ শিক্ষার্থীদের সুরক্ষায় মানবিক উদ্যোগ নিয়েছে সরকার অনুমোদিত বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব)।

শীত মৌসুমে পিসবের উদ্যোগে ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে গিজার (পানি গরম করার যন্ত্র) ও রুম হিটার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এতে শত শত হিফজ শিক্ষার্থী উপকৃত হচ্ছে, যারা প্রতিদিন ভোররাতে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেই কোরআন হিফজের কাজে নিয়োজিত থাকে।

এই কার্যক্রম পরিচালিত হয়েছে, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন আবাসিক মাদ্রাসায়।

গ্রামের বেশকিছু মাদ্রাসায় অধ্যয়নরত অধিকাংশ হিফজ শিক্ষার্থীই দরিদ্র ও এতিম পরিবারের সন্তান। অনেক শিক্ষার্থীর পর্যাপ্ত শীতবস্ত্র নেই, কারও কম্বল পাতলা, আবার কারও একেবারেই নেই। ফলে একই কক্ষে থাকা ধনী-গরিব শিক্ষার্থীদের মধ্যে শীত সহনশীলতায় ভিন্নতা দেখা যায় এবং অনেক শিক্ষার্থী তীব্র কষ্টে পড়ে।

বিশেষ করে হিফজ বিভাগে শিক্ষার্থীদের ফজরের অনেক আগেই ঘুম থেকে উঠে কোরআন পড়তে বসতে হয়। এই সময় ঠাণ্ডা পানি দিয়ে ওযু করা ও ঠাণ্ডা কক্ষে দীর্ঘ সময় বসে থাকা তাদের স্বাস্থ্য ও মনোযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

রুম হিটার ব্যবহারের ফলে শিক্ষার্থীরা একই কক্ষে সমান ও নিরাপদ উষ্ণতা পাচ্ছে, এতে সবাই আরামদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারছে। পাশাপাশি গিজারের মাধ্যমে গরম পানির ব্যবস্থা হওয়ায় ওযু ও দৈনন্দিন ব্যবহারে শিক্ষার্থীদের ভোগান্তি কমেছে এবং অসুস্থতার ঝুঁকিও হ্রাস পাচ্ছে।

এই কার্যক্রমের তত্ত্বাবধানে রয়েছেন মাওলানা ইমরান হোসাইন হাবিবী, প্রকল্প পরিচালক ও সাধারণ সম্পাদক, পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব)।

তিনি বলেন, হিফজ শিক্ষার্থীরা কোরআনের খাদেম। শীতের কারণে যেন তাদের ইলম শিক্ষা ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, গিজার ও রুম হিটারের মাধ্যমে শিক্ষার্থীরা এখন স্বস্তিতে ইবাদত ও পড়াশোনা করতে পারছে।

পিসব কর্তৃপক্ষ জানায়, শীতকালীন এই উদ্যোগের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা খাতে ভবিষ্যতেও কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ