পলাশ রহমান
জামায়াতে ইসলামীকে বাংলাদেশের ইসলামপন্থীরা কখনো বিশ্বাস করেনি। তারা আওয়ামী লীগ, বিএনপির সাথে জোট করতে পেরেছে, কিন্তু ইসলামপন্থীদের সাথে পারেনি কখনো। কারণ বাংলাদেশের ইসলামপন্থীরা মনে করেন, তাদের গোড়ায় গলদ রয়েছে। তারা নির্ভরযোগ্য নয়। তাদের মধ্যে মুনাফেকি চরিত্র রয়েছে।
দেশের হাক্কানি আলেম-ওলামাদের ব্যাপক আপত্তি থাকার পরেও ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ রেজাউল করীম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো- জামায়াতকে একটা সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু জামায়াত তা ধারণ করতে পারেনি। দীর্ঘ সময় পরনির্ভর রাজনীতি করে তারা মজ্জাগত ভাবে পরজীবী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। গোড়া থেকেই তারা ইসলামী আন্দোলনের সাথে অতি-রাজনীতি শুরু করে।
ই আন্দোলনের শীর্ষ নেতাসহ সম্ভাবনাময় সব আসনে জামায়াত প্রার্থী দিয়েছে। টালবাহানা করে ই আন্দোলনের প্রার্থিতা বাতিল করার চেষ্টা করেছে, করছে। নানা অজুহাতে একক প্রার্থীর সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। তাদের কথা-কাজে কোনো মিল নেই।
আমার মনে হয়, জামায়াত মূলত ক্ষমতায় যেতে চায় না। সেই মনোবল, ব্যক্তিত্ব তাদের নেই। পরনির্ভর রাজনীতি করে তাদের মেরুদন্ড বেঁকে ধনুক হয়ে গিয়েছে। তারা এখন চেষ্টা করছে- তারেক রহমানের জাতীয় সরকারের তলপিবাহক হতে।
লেখক: বিশ্লেষক ও অনলাইন অ্যাকটিভিস্ট