সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ

শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার ২৩ জানুয়ারি থেকে ২৪ ও ২৫ জানুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি মিক্ষক কর্মচারি ফোরাম। গতকাল সোমবার প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল গণমাধ্যমকে তিনি জানান, আপাতত তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ১০ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেও সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা না আসায় ১৫ জানুয়ারি সকাল থেকে আমরণ অনশন শুরু করেন বেসরকারি শিক্ষকরা। অনশনের সাত দিনেও দাবি আদায় না হওয়ায় এই ধর্মঘটের ডাক দিলেন তারা।

ঢাকাসহ সারাদেশ থেকে শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), বাংলাদেশ শিক্ষক সমিতি (শাহ আলম-জসিম), জাতীয় শিক্ষক পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন মিলে গঠন করা হয়েছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

এ সংগঠনের দাবি, গত ৫০ বছর ধরে জাতীয়করণের বিষয়টি ঝুলে আছে। শিক্ষার মান উন্নয়নে জাতীয়করণের বিকল্প নেই। শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেখানে বসতে দেওয়া হয়নি। তাই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তারা।

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন বলে জানিয়েছেন শিক্ষকরা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ