সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগান: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পরিবেশের ভারসাম্য রক্ষা ও সাদকায়ে জারিয়া হিসেবে ইসলামী কৃষক-মজুর আন্দোলন ঘোষিত আগামী ১১ আগষ্ট থেকে ২২ সেপ্টেম্বর’১৭ পর্যন্ত সময়ে দেশব্যাপী বৃক্ষ রোপন করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

আজ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, গাছ মানুষ এবং সব প্রাণীর বন্ধু। যে অঞ্চলে যত বেশি গাছ সে অঞ্চল তত প্রাণবন্ত। ‘গাছ লাগানো’কে ইসলাম উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত করেছে। হাদিসের পরিভাষায় যাকে ‘সদকায়ে জারিয়া’ নামকরণ করা হয়েছে। রাসুল সা. বলেছেন, ‘যখন কোনো মুসলমান একটি ফলবান বৃক্ষের চারা রোপণ করে, আর এতে ফল আসার পর সে নিজে অথবা অন্য কোনো মানুষ তা থেকে যা ভক্ষণ করে, তা তার জন্য সদকা (দানস্বরূপ), যা চুরি হয়, যা কিছু গৃহপালিত পশু এবং অন্যান্য পাখ পাখালি খাবে, এসবই তার জন্য সদকা।’ সহি বুখারি ও মুসলিম

তিনি বলেন, গাছ ক্যান্সার ও অন্যান্য রোগ সৃষ্টিকারী আলট্রাভায়োলেট রশ্মির প্রতিরোধক হিসেবে মানুষের উপকার করে থাকে। প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ গাছ। এ সম্পদ রক্ষার দায়িত্ব আমাদেরই। অকারণে আমরা গাছ কাটব না এবং শস্য নষ্ট করব না। জরুরি পরিস্থিতি তথা যুদ্ধের সময়ও রাসূল সা. গাছ কাটতে নিষেধ করেছেন।

দলীয় বিবেচনায় আসন পূণর্বিন্যাস মানা হবেনা; চরমোনাই পীর

সাহাবি ইবনে সাঈদ রা. বলেন, রাসুল সা. বলেছেন, ‘মদিনার প্রত্যেক প্রান্তে সীমানা নির্দিষ্ট করে দেয়া হয়েছে, যাতে গাছপালা মুণ্ডানো এবং কাটা না হয়। তবে যেগুলো উট খেয়ে ফেলে, সেগুলো ব্যতীত।’ সুনানে আবু দাউদ

আল্লাহর সৃষ্ট এ পৃথিবীকে সুবজ রাখার দায়িত্বও আমাদেরই। কারণ আমরা আল্লাহর প্রতিনিধি। তাই আমাদের উচিত বেশি করে গাছ লাগানো এবং অন্য মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা।

চরমোনাই পীর ইসলামী কৃষক-মজুর আন্দোলন ঘোষিত আগামী ১১ আগষ্ট থেকে ২২ সেপ্টেম্বর’১৭ পর্যন্ত সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল স্তরের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকদেরকে একটি বনজ, একটি ফলজ ও একটি ভেষজ (ঔষধি) গাছ রোপন করা ও তার পক্ষ থেকে দেশবাসীকে বৃক্ষ রোপন করতে ব্যাপক প্রচার চালানোর জন্য আহবান জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ