[caption id="attachment_23141" align="alignleft" width="500"] ফাইল ছবি[/caption]
 ফাইল ছবি[/caption]
আওয়ার ইসলাম: কাতারের দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ফ্রি ব্রেইল বর্ণমালার ডিজিটাল কুরআন বিতরণ করল একটি দাতব্য সংস্থা।
প্রাথমিক পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান নুর ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মাঝে ব্রেইল পদ্ধতির কুরআন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্যদের মাঝেও এটি বিতরণ করা হবে।
বিতরণকৃত ব্রেইল পদ্ধতির কুরআনের কপিগুলো ইলেকট্রনিক। যা অত্যাধুনিক ও সহজে পড়া যায়।
নুর ইন্সটিটিউটের র পরিচালক ড. নুরা আবদুল্লাহ আল কুবাইসি ডিজিটাল ব্রেইল কুরআন বিতরণ প্রসঙ্গে বলেন, এ সব ইলেকট্রনিক কুরআন পাওয়ার ফলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে। পড়ালেখার প্রতি তাদের নতুন আগ্রহ সৃষ্টি হয়েছে।
ব্রেইল পদ্ধতির এ সব ডিজিটাল কুরআন ‘মুসহাফে বাসিরাত’ নামে প্রসিদ্ধ। এই কুরআন শরিফের সঙ্গে থাকবে অত্যাধুনিক সাউণ্ড সিস্টেম ও একটি ইলেক্ট্রনিক কলম। বিশেষভাবে প্রস্তুতকৃত এই ইলেকট্রনিক কলম দিয়ে নির্দিষ্ট ব্রেইল কোড চাপলে- সূরার তালিকা, সূরার অর্থ ও তেলাওয়াত শোনা যাবে। এভাবে দৃষ্টি প্রতিবন্ধীরা কোরআন শুনে শুনে সহজে তেলাওয়াত শিখতে পারবেন।
উল্লেখ্য যে, এই প্রকল্পের আগে কাতার দাতব্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহস্রাধিক পবিত্র কোরআনের ডিজিটাল পাণ্ডুলিপি বিতরণ করা হয়।
এআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        