রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য জানিয়েছে। আইনশৃঙ্খলারক্ষা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর যৌথ অভিযানে এই বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী আটক হয়েছেন। এছাড়া সীমান্ত সুরক্ষা আইন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়েও কয়েক হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টারত অবস্থায় এবং দেশ ত্যাগের চেষ্টারত অবস্থায় অনেককে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশ ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিক এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক বলে জানা গেছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে হাজার হাজার প্রবাসীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এর মধ্যে অনেককে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে যোগাযোগ করে ট্রাভেল পারমিট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে এবং অনেককে ইতিমধ্যেই নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের আশ্রয়, কাজ বা পরিবহন সুবিধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, যারা অবৈধ অভিবাসীদের প্রবেশে সহায়তা করবে, আশ্রয় দেবে বা যেকোনোভাবে সহযোগিতা করবে, তাদের ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এছাড়া তাদের ব্যবহৃত যানবাহন ও সম্পদ বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে। এই ধরনের অপরাধকে বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হবে। নাগরিকদের মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করে অবৈধ কর্মকাণ্ডের তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে। সূত্র: গালফ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ