রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

মার্কিন নির্বাচনের ব্যালট পেপারে ‘বাংলা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

us_presidential_electionআওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই পাওয়া গেল একটি চমকপ্রদ খবর। এবারের নির্বাচনে ব্যালট পেপারে যুক্ত হয়েছে বাংলা ভাষা। ইংরেজি এবং অন্য ভাষার পাশাপাশি বাংলাও থাকবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ প্রার্থীদের ব্যালটে। নিউইয়র্ক বোর্ড অব ইলেকশনের কর্মকর্তা খোরশেদ চৌধুরী শুক্রবার এ তথ্য জানান।

বাংলাদেশী অধ্যুষিত এলাকার মধ্যে রয়েছে নিউইয়র্ক সিটির কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কস, নিউজার্সি রাজ্যের প্যাটারসন ও আটলান্টিক সিটি; ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, হ্যামট্রমিক, ডেট্রয়েট, পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া ও আপার ডারবি। এসব এলাকার ভোট কেন্দ্রে নির্বাচন কর্মকর্তা থাকবেন বাংলাদেশীরাও। বাঙালি দোভাষীও থাকবেন কোনো কোনো কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রের বাইরে থাকবে বাংলায় লেখা দিকনির্দেশনা। খোরশেদ চৌধুরী জানান, এবারের নির্বাচনের গুরুত্ব নানা কারণে বেশি, তাই সব সম্প্রদায়ের মানুষকে ভোট কেন্দ্রে আনার চেষ্টা চলছে।

৮ নভেম্বর সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজে। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ছাড়াও ৪৩৫ কংগ্রেসম্যান এবং ৩৩ জন ইউএস সিনেটরের নির্বাচন একই ব্যালটে হবে।

বেফাঁস মন্তব্যের কারণে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দলের মধ্যে ইতিমধ্যে ব্যাপক চাপে পড়েছেন। শুধু তাই নয় এমন খামখেয়ালি মন্তব্য ভোটারদের মনেও প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে। প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনের পক্ষে বাংলাদেশী-আমেরিকানদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ডেমোক্রেটিক প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানানো হচ্ছে বাংলা পত্রিকাতেও।

৬ নভেম্বর পর্যন্ত ৩৯টি নির্বাচনী সমাবেশ হবে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, জর্জিয়া, ফ্লোরিডা, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান ও ইলিনয় অঙ্গরাজ্যে। হিলারির পক্ষে এসব সমাবেশ করবেন বাংলাদেশী-আমেরিকানরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ