রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

বিয়েবহির্ভূত প্রেম; ১৩ তরুণ-তরুণীকে শরিয়া আইনে বেত্রাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muslim_woman_lashed_28122_1476852301আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় আচেহ প্রদেশে বিয়েবহির্ভূত প্রেমের অভিযোগে ইসলামি শরিয়া আইনে ১৩জন তরুণ–তরুণীকে বেত্রাঘাত করা হয়েছে। মঙ্গলবার দেশটিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্তদের আচেহ প্রদেশের একটি মসজিদে বিচার কার্যের পর এ বেত্রাঘাত করা হয়।

জানা গেছে, পার্কে বসে একান্তে গল্প করার সময় ১৪ জন তরুণ-তরুণীকে আটক করে আচেহ’র পুলিশ। পরে আচের এক মসজিদে বিচারসভা বসানো হয়। সেখানে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসলামি শরিয়া অনুযায়ী তাদের অপরাধের মাত্রা অনুযায়ী নয় থেকে ২৫টি বেত্রাঘাতের সিদ্ধান্ত হয়।

অভিযুক্ত ১৪ জনের মধ্যে ১৩ জনকে মসজিদেই বেত্রাঘাত করা হলেও এক তরুণী সন্তানসম্ভবা হওয়ায় তার শাস্তি স্থগিত করা হয়েছে। সন্তান জন্মের পর তাকে বেত্রাঘাত করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

আচেহ’র ডেপুটি মেয়র জায়নুল আরিফিন জানিয়েছেন, 'অপরাধ করলে শাস্তি পেতেই হবে। ভবিষ্যতে কেউ যেন এ রকম কাজ না করে তাই কাউকে ছাড় দেয়া হবে।

উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদীদের দীর্ঘ বিদ্রোহের পর ২০০১ সালে আচে প্রদেশকে স্বায়ত্তশাসন দেয় ইন্দোনেশিয়া। তখন থেকেই সেখানে শরিয়া আইন চালু হয়। এর ফলে সমকামিতা, মদ্যপান, জুয়াখেলা নিষিদ্ধ করা হয়। এসব অপরাধ করলে বেত্রাঘাতের শাস্তি প্রবর্তন করা হয়।

তবে ৯০ শতাংশ মুসলমানের দেশ  ইন্দোনেশিয়ায় বাকি অংশে শরিয়া আইন প্রয়োগের কড়াকড়ি নেই।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ