বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

কুরবানি নিয়ে ভারত সরকারের কঠোর নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

goru-hut-b_83940আওয়ার ইসলাম : ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদুলআজহার সময় যাতে বেআইনিভাবে গরু এবং অন্যান্য পশু কুরবানি করা না হয় সেজন্য কড়া নির্দেশ জারি করেছে। একইসঙ্গে কুরবানির উদ্দেশ্যে বিভিন্ন পশু পরিবহনের সময় পশু মালিকরা যাতে প্রাণি কল্যাণ আইন এবং প্রাণি পরিবহন বিধি মেনে চলেন সেজন্য সব রাজ্যকে সতর্ক করে দেয়া হয়েছে।

যেসব রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করে আইন রয়েছে সেসব রাজ্যে কোনোভাবেই গরু কুরবানি করা চলবে না বলে নির্দেশ দেয়া হয়েছে।

ভারতে বিজেপি তথা অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে যেভাবে গরু রক্ষা কর্মসূচি নেয়া হয়েছে তখন ভারতীয় প্রাণি কল্যাণ বোর্ডের ওই নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এ নিয়ে গতকাল শুক্রবার ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশ্ন’র সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান রেডিও তেহরানকে বলেন, ‘ঈদুলআজহার আগে ভারতীয় প্রাণি কল্যাণ বোর্ডের পক্ষ থেকে যে চিঠি দেয়া হয়েছে তাতে গো-রক্ষার নামে যারা দলিত এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতন চালাচ্ছে তারা এতে উৎসাহিত হবে। দেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা লিপিবদ্ধ রয়েছে। তাছাড়া কুরবানির উদ্দেশ্যে যারা পশু বহন করে থাকেন তারা ওই পশুর প্রতি যথেষ্ট মানবিক আচরণই করে থাকেন। ইসলাম ধর্মেই মানবিক আচরণেরই নির্দেশ রয়েছে। সুতরাং এ নিয়ে নতুন করে নির্দেশিকার কোনো প্রয়োজন ছিল না।’

ভারতীয় প্রাণি কল্যাণ বোর্ডের সচিব এম রবিকুমার এক চিঠিতে বলেছেন, ১২ সেপ্টেম্বর ঈদ উৎসব পালিত হবে। এটা বাস্তব যে এই উৎসবে সারা দেশে প্রচুর সংখ্যক পশু নিধন হয়। এ সময় বিভিন্ন পশু পরিবহনের সময় পশু মালিকরা প্রাণি কল্যাণ আইন এবং প্রাণি পরিবহণ বিধি মেনে চলেন না, যে বিধিতে লেখা আছে একটি গাড়িতে কতগুলো পশু নিয়ে যাওয়া যেতে পারে। এর ফলে নিষ্ঠুরতার শিকার হয় ওই সব পশু। এমন কী এর জেরে তাদের মৃত্যুও হয়।’

চিঠিতে পশু হত্যা বিরোধী আইন এবং আদালতের বিভিন্ন রায়ের উল্লেখ করে যারা আইন ভাঙবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে পাঠানো ভারতীয় প্রাণি কল্যাণ বোর্ডের ওই নির্দেশিকায় কোথাও উট জবাই করতে দেয়া যাবে না বলে সাফ জানানো হয়েছে।

পশু পরিবহন ছাড়াও ঈদের দিন যারা আইন ভাঙবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তাও কেন্দ্রীয় প্রাণি কল্যাণ বোর্ডকে রাজ্য সরকারগুলোকে বিস্তারিত জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : রেডিও তেহরান

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ