শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৯ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই 

পথশিশুদের সঙ্গে 'অবাক' এর ঈদ উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

PicsArt_07-07-08.02.11মুহা. মাহবুবুর রহমান : অধিকার বঞ্চিত পথশিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় তারুণ্যদীপ্ত মানবাধিকার সংস্থা "অধিকার বাস্তবায়ন কমিটি- অবাক"। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ঈদের জামাত শেষ করে পথশিশুদের সাথে ঈদ উৎযাপনে নেমে পড়েন অবাকের সর্বস্তরের নেতৃবৃন্দ।

রাজধানীর পল্টন গুলিস্তান, বাইতুল মোকারমসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় থাকা এসব বঞ্চিত মানুষদের আর্থিক সহায়তা করে অবাক। দিনের প্রথম প্রহরে এসব পথশিশুদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে সংগঠনটি। এসময় পথশিশুদের মুখে ছিলো নির্মল হাসিঁ। তাদের এই হাসিঁতেই যেন আয়োজনের স্বার্থকতার মর্মকথা হিসেবে ফুটে ওঠে।

পরে নেতৃবৃন্দ শিশুদের নিয়ে আনন্দমুখর ক্রিকেট ম্যাচ আয়োজন করে। খেলাধূলার এ আয়োজনে পথশিশুদের মধ্যে ব্যাপক উৎফুল্লতা দেখা যায়। খেলার পরে তাদেরকে নিয়ে বিভিন্ন স্পটে ঘুরতে বের হন নেতৃবৃন্দ।

এ সময় শিশুদের ফুচকা, চটপটি, আখের রস, কেক, শরবত, চিপস ইত্যাদি খাওয়ানো হয়।
ঈদে এসব মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে নিজেদের খুব ভাগ্যবান মনে করছে অবাক নেতৃবৃন্দ।

শেষে এসব শিশুদের আর্থিক অনুদান এবং সবসময় অধিকার বঞ্চিতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আয়োজন সমাপ্ত করা হয়। উল্লেখ্য, অবাক চেয়ারম্যান কাযী আখতারুজ্জামান ও সদস্যসচিব এইচএম সানাউল্লাহর নিবিড় তত্ত্বাবধানে প্রোগ্রামটি পরিচালনা করেন অর্থসচিব শেখ মুহাম্মাহ মাহবুবুর রহমান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ