
সহজেই যেখান থেকে পাওয়া যাচ্ছে হজ সামগ্রী
আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর… ...
জাকারিয়া হারুন: মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বলেন-মিশরের প্রাচিন নিদর্শনের সাথে সম্পৃক্ত দুটি শবদারের গিলাফ ইসরাঈল থেকে ফেরত আনছে। যা অবৈধভাবে মিশরের বাইরে স্থানান্তর করা হয়েছিলো।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্যকারী আয়মান আল ফার দুই গিলাফ ফেরত দেওয়ার ক্ষেত্রে ইসরাঈলের উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন।
গিলাফ দুটি মানুষের আকৃতি সদৃশ। রঙ্গিন এবং তার উপর সোনালি কারুকার্য খচিত।
মিশরের মন্ত্রণালয় ঘোষণা দেয়, ফেরাউনের সময়ের দুই শবদারের গিলাফ ফেরত নেওয়ার ক্ষেত্রে মিশর রাজ্যের স্থায়িত্ব প্রমাণ হবে।
এ প্রাচিন নিদর্শন ২০১১ জানুয়ারিতে মিশরে রাজনৈতিক বিপ্লবের সময় চুরি হয়ে যায়। তারপর ইসরাঈলি এক ব্যবসায়ীর মাধ্যমে প্রাচিন দুর্লভ এ শবদারের সন্ধান মিলে।
মিশরের প্রাচিন জিনিস সংরক্ষণের দায়িত্বরত সাবান আব্দুল জাওয়াদ এ বিষয়ে বলেন, এটা দ্বিতীয় সুযোগ, যখন ইসরাঈল থেকে প্রাচিন নির্দশনের মতো কোন ঐতিহাসিক জিনিস ফেরত আনা হচ্ছে।
আব্দুল জাওয়াদ স্পষ্ট করেন, ফিরিয়ে আনা দুনো শবদারের গিলাফ ২০১২ সালে ইসরাঈলি প্রশাসন এবং ইন্টারপুল বাইতুল মুকাদ্দাসে নিলামে তুলে। ৪০০০ বছর পূর্বের এ প্রাচিন শবদারের গিলাফ নিয়ে হৈ হুল্লোড় শুরু হয়। তারপর মিশরের ইন্টারপোল তাদের হারানো ঐতিহ্য সম্পর্কে অবগত হয়।
সূত্র: আল আরাবিয়া