মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ ।। ১৩ মাঘ ১৪৩২ ।। ৮ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুর-২: প্রভাবশালী আলেম কতটা প্রভাব ফেলতে পারবেন ভোটের বাক্সে? আমাদের ওপর আঘাত এলে এবার পাল্টা আঘাত হবে, চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার ফরিদপুরে ডাকাতি, ২৪ ঘণ্টায় ৩ জন গ্রেফতার কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলায় স্বেচ্ছা অংশগ্রহণ কাতাইব হিজবুল্লাহর শিগগিরই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, অন্যান্য সম্পত্তি জব্দ ৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা টেকনাফে সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

রজানের গুরুত্বপূর্ণ ৩ ঘণ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ramadan-Kareem-Wallpaperনাঈমা তামান্না : রমজান মাসে দৈনিক তিন ঘন্টা সময় আছে৷ যে কোন মূল্যেই হোক সেখানে কোন অবহেলা ও ত্রুটি করা যাবে না৷ কারণ সময়গুলোর মাহাত্ম একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত৷ যদি সে সময়টির প্রতি যত্নশীল হওয়া যায় তবে সারা মাসের হিসেবে তা নব্বই ঘন্টা হয়ে যাবে৷ যা একটা মানুষের জন্য জীবনের বিশাল পাওনা৷

বছরের অন্যদিনগুলোতে এই সুযোগটি গ্রহণ করা হয়ে ওঠে না৷

১. ইফতারের সময়৷ হাদিসে আছে ইফতারের সময় করা বান্দার দোয়া কখনোই ফেরত দেয়া হয় না৷ সুতরাং তাড়াতাড়ি ইফতার তৈরি করে দোয়ার জন্য অবসর হয়ে যাওয়া৷ নিজের জন্য দোয়া করবে, এবং নিজের প্রিয়জনদের জন্য দোয়া করবে৷ দোয়ায় মৃত মুসলমানদের ভুলবে না৷ কারণ তারা দোয়ার মুখাপেক্ষী৷

২. ২য় সময়টা হলো শেষ রাতের সময়৷ ঐ সময় আল্লাহর সাথে বন্ধুত্ব করার শ্রেষ্ঠ সময়৷ কেননা তিনি তখন ডাকতে থাকেন, কে আছো সুয়ালকারী আমার কাছে চাও, আমি তাকে দিবো৷ কে আছো ক্ষমা প্রার্থণাকারী আমি তাকে ক্ষমা করবো৷ সারা বছরই তিনি শেষ রাতে আমাদের খুব কাছে চলে আসেন এবং বান্দাদের ডাকাডাকি করেন৷

কিন্তু আমরা গুরুত্বপূর্ণ  এ সময়ে ঘুমেই বিভোর থাকি৷ রমজানে বেশি গুরুত্ব এজন্য দেয়া হয়েছে কেননা তখন সবাই ইচ্ছায় অনিচ্ছায় ইফতারের জন্য উঠে৷ তাই সময়টা কাজে লাগানো সহজ এবং তখন বেশি বেশি ইস্তেগফার করা উত্তম হবে৷

৩. তৃতীয় সময়টা হলো ফজরের পর এশরাকের সময় পর্যন্ত সময়টা জায়নামাজে ইবাদতে কাটানো৷ বাকি সময়গুলোর প্রতি যত্নবান হতে হবে জিকিরের মাধ্যমে এবং গিবত থেকে বেঁচে থাকার মাধ্যমে৷ কেননা গিবত আমলগুলোকে সমূলে উপড়ে ফেলে এবং খুব লক্ষ্য রাখতে হবে ফরজ নামাজগুলোর প্রতি৷ যেনো কোন ক্রমেই ছুটে না যায়৷ এবং বেশি বেশি নফল পড়া কেননা এই দিনগুলো বড় মোবারকময়৷ জীবনের দ্বিতীয়বার পাবো এমন কোনো গ্যারান্টি নেই৷

আল্লাহ কবুল করুন আমাদের সিয়াম সাধনা৷ সত্যিকারের আত্মসংযোমী বানিয়ে দিন৷

একজন আরব সাহিত্যিকের লেখা থেকে

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ