fbpx
           
       
           
       
আাগামী মাসেই চালু হবে প্রত্যাশিত ‘নগর অ্যাপ’
ডিসেম্বর ০২, ২০২০ ৯:৪৭ পূর্বাহ্ণ

আওয়ার ইসলাম: ‘সবাইকে নিয়ে সবার ঢাকা গড়ে তুলব’- নিজের নির্বাচনী এ প্রতিশ্রুতির অংশ হিসেবে নতুন বছরের প্রথম দিন থেকে ডিএনসিসিতে নগর অ্যাপ চালু করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

উত্তর সিটির মেয়র বলেন, আমাদের ‘নগর অ্যাপ’ ২০২১ সালের প্রথম দিন ১ জানুয়ারি চালু হতে যাচ্ছে। নগর অ্যাপের মাধ্যমে নাগরিকরা সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তাদের সমস্যা, মতামত, পরামর্শ ইত্যাদি সরাসরি জানাতে পারবেন।

গতকাল ‘জনতার মুখোমুখি নগরসেবক’ শিরোনামের ফেসবুক লাইভের শুরুতেই তিনি এসব কথা বলেন।

-কেএল