বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৮ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলন দমাতে ছোড়া হয় ৩ লাখ রাউন্ড গুলি বরিশালে গতি ফিরছে নূরানী বোর্ডের কাজে বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার

ইংলিশ স্পোকেন কোর্সের দ্বিতীয় ব্যাচে ভর্তির সুযোগ আর মাত্র একদিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে মুক্ত পেশাজীবী, তরুণ আলেম, ইমাম-খতীব ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য আরবির সঙ্গে মিল রেখে ফুল ইংলিশ স্পোকেন কোর্সের দ্বিতীয় ব্যাচে ভর্তির  জন্য আর মাত্র একদিন রয়েছে।

দেশের অন্যতম জনপ্রিয় ইংরেজি প্রশিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের ফারেগ যুবায়ের আহমাদের কোর্সটি আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হবে।

কোর্সে মোট ক্লাস সংখ্যা থাকছে ২৫টি। মেয়াদ তিন মাস। ক্লাসের সময়: প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬.০০ টা-রাত ৯.০০ মিনিট পর্যন্ত।

স্থান: মাহবুব প্লাজা-ক্যাফে বাগদাদ ভবন (ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি) ৬ ষ্ট তলা, তোপখানা রোড, ঢাকা। (পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত, ডিজিটাল, ভিআইপি ক্লাসরুম)

কোর্স থেকে যা পাওয়া যাবে
*কোর্স শেষে ছাত্ররা সবধরনের বাক্য ইংরেজিতে শুদ্ধ উচ্চারণে বলতে, লিখতে ও বুঝতে পারবে ইনশাআলাহ।
*দেশের সবচাইতে সহজ এবং সর্বাধুনিক পদ্ধতিতে ক্লাস নেওয়া হবে।
* কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে।
* প্রতি ক্লাস শেষে অত্যন্ত মানসম্মত শিট দেওয়া হবে।
* ইংরেজিতে ব্যাপক অনুশীলন/তামরিনের ব্যবস্থা থাকবে।

শুধু ইংরেজি বর্ণমালা ABCD দেখে দেখে পড়তে পারলেই এই কোর্সে ভর্তির উপযুক্ত বলে গণ্য করা হয়।

কোর্স ফি: মাত্র ২৫০০ টাকা (দুই হাজার পাঁচশত টাকা)। আসন সংখ্যা সীমিত

একবিংশ শতাব্দীর চ্যলেঞ্জ মোকাবেলায় ইংরেজি ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। নিজেকে প্রস্তুত রাখতে, এগিয়ে রাখতে আজই কোর্সটি ভর্তি হয়ে যান। ‘আমরা একেবারে শূন্য থেকে শুরু করবো, শিখরে গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ।’

ভর্তির জন্য যোগাযোগ: 01799780959 (বিকাশ), 01931408347 (বিকাশ)।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ