শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যেসব আমলে নবীজি সা. এর স্বপ্ন দর্শনের আশা করা যায় দিঘলিয়ায় হাতপাখা প্রতীকের উঠান বৈঠক ২১ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২৫: বিশ্লেষণ ও ভবিষ্যতের চ্যালেঞ্জ নামধারীদের বিরুদ্ধে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকতে হবে: জাতীয় উলামা কাউন্সিল গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত ৪ দক্ষিণ বাসাবো বালুর মাঠে শুরু হলো জাতীয় তাফসীরুল কুরআন মাহফিল আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আন্দোলনরত ৮ দলের পূর্ব ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন বিশ্ব পাইলস দিবস : কোষ্ঠকাঠিন্য থেকে জটিলতা—সমাধানে সচেতন ও পরিকল্পিত জীবনধারা

যে কোনো অবস্থায় দীনি কাজের বিকল্প নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ আবূ মূসা
লেখক, প্রাবন্ধিক, ধর্মীয় আলোচক ও শায়খুল হাদিস

আল্লাহ যে আমাদের দুনিয়ায় পাঠালেন। আমাদের মৌলিক কাজ হলো দীনি কাজ। দীনি কাজের সহায়ক হবে দুনিয়ার কাজ। দুনিয়ার কাজ মূল কাজ নয়। মূল কাজ হলো দীনি কাজ। আমরা এখানে ভ্রান্তিতে আছি। সেটা হলো আমরা দীনি কাজকে মূল মনে করি না। দুনিয়ার কাজকে মূল কাজ হিসেবে করে যাই। আর দীনি কাজ ছেড়ে দেই। যার কারণে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে।

এখন কথা হলো, যে কোনো অবস্থায় অর্থাৎ আল্লাহ আমাকে ভালো রাখেন, সুখে রাখেন, দুখে রাখেন। আমাকে যে কোনো হালাতে রাখেন। ধনী রাখেন, গরীব রাখেন। বিপদে রাখেন, আপদে রাখেন। পদে রাখেন, পদ ছাড়া রাখেন। যে কোনো অবস্থায় আমাকে দীনি কাজের সাথেই সম্পৃক্ত থাকতে হবে। দীনি কাজই আমাকে করে যেতে হবে। বড়দের একটা কথা আছে, 'করতে করতে মরতে চাই। মরতে মরতে করতে করতে চাই।' অর্থাৎ আমার শুরুর কাজও হবে দীনি কাজ। শেষ কাজও হবে দীনি কাজ। আমার জীবনের শুরু কাজ দীনি কাজ। যেমন, যখন আমি দুনিয়ায় আসি তখন আমাকে আজান দেয়া হয়। আমার শেষ কাজ দীনি কাজ। যেমন, যখন আমি দুনিয়া থেকে বিদায় নেই তখনো আমাকে জানাজার নামাজের মাধ্যমে বিদায় দেয়া হয়।
তাহলে শুরুর কাজও যদি দীনি কাজ হয়। শেষের কাজও যদি দীনি কাজ হয়। তাহলে মাঝখানের কাজটা কি হবে? মাঝখানের কাজটাও দীনি কাজ হওয়া চাই।

আমি দুনিয়ায় আসছি আল্লাহর ইচ্ছায়। আবার যাবোও আল্লাহর ইচ্ছায়। তাহলে যে কয়দিন আমাকে আল্লাহ দুনিয়ায় রাখেন সেটা আমি কার ইচ্ছায় চলবো? জবাব হবে যে আমি আল্লাহর ইচ্ছায় চলবো। আর আল্লাহর ইচ্ছাটাই হলো দীনি কাজের মাধ্যম। যদি আমি দীনি কাজ করি তাহলে আমার কি লাভ হবে? অনেকগুলো লাভ হবে। যেমন,
১. আমার জীবন সুন্দর হবে।
২. আমার পরিবার সুন্দর হবে।
৩. আমার সমাজ সুন্দর হবে।
৩. আমার রাষ্ট্র সুন্দর হবে।
৪. সারা পৃথিবীর পরিবেশ সুন্দর হবে।
সর্বোপরি আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন যে মাকসাদ নিয়ে। সে মাকসাদ হাসিল হবে। সর্বশেষ তিনি আমার প্রতি রাজীও হবেন।

একজন গোলামের এটাই সবচেয়ে উত্তম পাওনা যে, তার মুনীব তার প্রতি রাজী হয়ে যায়। সুতরাং আল্লাহকে সর্বাত্মকভাবে রাজী করানোর মাধ্যম হলো দীনি কাজ। বর্তমানে আমরা এক ক্লান্তিকাল অতিক্রম করছি। মহামারি করোনাভাইরাস সহ সবকিছু মিলিয়ে। এসব থেকে মুক্তির একটি উপায় রয়েছে। সেটি হলো দীনি কাজ।

এজন্য আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ যেনো আমাদের যে কোনো অবস্থায় দীনি কাজের সাথে সম্পৃক্ত রাখেন এবং আমানতে রাখেন।

লেখকের বর্তমান অবস্থান: আব্দুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা (জামিয়া আফতাবনগর), ঢাকা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ