বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৮ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলন দমাতে ছোড়া হয় ৩ লাখ রাউন্ড গুলি বরিশালে গতি ফিরছে নূরানী বোর্ডের কাজে বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার

বন্যা দুর্গত অঞ্চলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ত্রাণ টিম প্রেরণের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, করোনা ও বন্যাসহ বিভিন্ন কারণে দেশবাসী এক দুর্বিষহ অবস্থা অতিক্রম করছে। করোনা ভাইরাসের মহাদুর্যোগের কারণে কয়েক কোটি মানুষ কর্ম ও পেশাহীন হয়ে পরেছে। এরমধ্যে বন্যার কারণে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাসমূহের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।

‘এ অবস্থায় সরকারের পক্ষে থেকে অভাবগ্রস্থ মানুষকে যেভাবে সহযোগিতা করার প্রয়াজন ছিলো তা তারা করতে ব্যর্থ হয়েছে। দুর্নীতি জুলুম নির্যাতনের সয়লাব চলছে সর্বত্র। এ অবস্থায় অসহায় মানুষদের বাঁচাতে সবাইকে এগিয়ে আসবেত হবে। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবারহ করতে হবে।’

বুধবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আগামী ১৩ আগস্ট থেকে দেশের বন্যা দুর্গত অঞ্চলে খেলাফত মজলিসের পক্ষ থেকে কেন্দ্রীয় ত্রাণ টিম প্রেরণের সিদ্ধান্ত গ্রহীত হয়।

খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় টিমলিঙ্ক এ অনুষ্ঠিত এ ভার্চুয়াল বৈঠকে সংযুক্ত ছিলেন- সংগঠনের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।

মাওলানা এ কে এম আইউব আলী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অধ্যাপক মুহা. আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, ডা. এস এম মোসাদ্দেক, বুরহান উদ্দিন সিদ্দিকী, মাওলানা আজিজুল হক, মুফতি সাইয়্যেদুর রহামন, মাওলানা আবদুল হাই প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ