বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৮ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলন দমাতে ছোড়া হয় ৩ লাখ রাউন্ড গুলি বরিশালে গতি ফিরছে নূরানী বোর্ডের কাজে বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার

জামিআ ইসলামিয়া ঢাকার ইফতা বিভাগে ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার কাজলা ব্রীজ, ডেমরা রোড, যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া ঢাকা মাদরাসায় ভর্তি শুরু হয়েছে।

যোগাযোগ: 01976-272527, 01919-818117

বৈশিষ্ট্য
দেশের প্রখ্যাত আলেমে দীন, আল-মারকাজুল ইসলামীর প্রধান মুফতী, বহুগ্রন্থ প্রণেতা, সুসাহিত্যিক, গবেষক ও ইসলামী আইনবিদ মুফতী মুঈনুল ইসলাম এর সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পরিচালনা।

সুবিশাল ও সমৃদ্ধ কুতুবখানায় সবসময় মুতালাআ করার সুব্যবস্থা। প্রতিটি বিষয়ের বিপরীতে ‘মাকালা’ লিখন ও প্রথম বছর একশো ফাতওয়া তামরীন করা বাধ্যতামূলক।

ব্যাংক, বীমা ও শেয়ার বাজারসহ সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানের শরয়ী মানদণ্ড পাঠদান। কম্পিউটার প্রশিক্ষণ, বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ।

অভিজ্ঞ পাঁচজন মুফতীর সার্বক্ষণিক নেগরানী ও তত্ত্বাবধান। দৈনিক দরসের বাহিরে নির্ধারিত পরিমাণ মুতালাআ করা বাধ্যতামূলক।

মুশরিফ কর্তৃক প্রতিদিনের রিপোর্ট প্রদর্শন। প্রত্যেক ছাত্রের ভিন্ন ভিন্ন আধুনিক ও যুগোপযোগী মাসায়িলের তামরীন। বিশেষ বিশেষ মাসায়িলের উপর লেকচার প্রদান।

ফারায়িযের উপর বিশেষ গুরুত্ব দিয়ে টাকা-পয়সা, সোনা-রূপা ও জমি বন্টন এর সকল পদ্ধতির প্রশিক্ষণ। উন্নত পরিবেশ ও তিন বেলা মানসম্পন্ন খানার ব্যবস্থা।

ভর্তির যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীসে উত্তীর্ণ ও যোগ্যতা সম্পন্ন হতে হবে। মাদরাসায় সম্পূর্ণ আবাসিক থাকতে হবে।

ইমাম, মুআজ্জিন ও বিবাহিত ছাত্রগণ ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।

ভর্তি পরীক্ষাঃ
মৌখিক ও লিখিত পরীক্ষার বিষয়: হিদায়া ৩য় খণ্ড, নুরুল আনওয়ার কিতাবুল্লাহ ও প্রাসঙ্গিক যে কোন বিষয়।

ভর্তি তথ্যঃ ভর্তি শুরু: ৬ শাউয়াল, রোজ শনিবার। ফরম ফি: ২০০/- টাকা। ভর্তি ফি : ৩০০০/- টাকা। মাসিক প্রদেয়: ২৫০০/- টাকা।

নিবেদক- সুহাইল বিন আবদুল কাইয়ুম, শিক্ষাসচিব ও সহকারী মুফতী, জামিআ ইসলামিয়া ঢাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ