বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৮ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলন দমাতে ছোড়া হয় ৩ লাখ রাউন্ড গুলি বরিশালে গতি ফিরছে নূরানী বোর্ডের কাজে বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার

প্রতীক বরাদ্ধ পেয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী জান্নাতুল ইসলামের প্রচারণা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতীক বরাদ্ধ পেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্টানিক প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আলহাজ মুহাম্মদ জান্নাতুল ইসলাম।

আজ সোমবার ০৯ মার্চ দুপুর ২টায় নগরীর দেওয়ারহাটস্থ দেেলর মহানগর কার্যালয় থেকে হাতপাখা প্রীকের পক্ষে প্রচারণা শুরু করেন তিনি।
ইসলামী আন্দোলন ,ছাত্র আন্দোলন ও শ্রমিক আন্দোলনসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রচারণার দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বেপারীপাড়া, শান্তিবাগ, ছোটপোল, বড়পোল, নয়াবাজার, হালিশহর এলাকাগুলোর ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দুর্নীতি,দূষণ ও সন্ত্রাসমুক্ত ক্লিন-গ্রীণ সিটির প্রতিশ্রুতি দিয়ে হাতপাখার পক্ষে ভোট চান জান্নাতুল ইসলাম।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম মাতব্বর, সেক্রেটারি আল মুহাম্মদ ইকবাল, জয়েন্ট সেক্রেটারি ডা. রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মাওলানা সানাউল্লাহ নূরী, দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল একেএম আব্দুজ জাহের আরেফী, নগর ইশা ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক এইচএম নাজিম উদ্দীন।

ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি মুহা. নোয়াব মিয়া, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি তাজুল ইসলাম শাহিন, জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহা. দিদারুল মাওলা, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মুহাম্মদ ফুরকান সিকদার প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ