রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৯ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জামিয়া ইসলামিয়া পটিয়ার ঢাকা শাখার উদ্বোধন ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ এমপির চিঠি কূটনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেছে আফগানিস্তান ও কাতার সোহাগকে প্রকাশ্যে হত্যা জাতির জন্য চরম লজ্জার: ইবনে শাইখুল হাদিস জমিয়ত আজ যা বলে কালও তাই বলে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিএনপিও আ.লীগের মতো হত্যার রাজত্ব কায়েম করেছে: নুর বিএনপিকে ‘চাঁদাবাজি ও খুনাখুনির’ রাজনীতি বন্ধ করতে বলল হেফাজত পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ‘চাঁদাবাজিতে আতঙ্কগ্রস্ত জাতি, আইনের শাসন প্রতিষ্ঠায় আমূল সংস্কার প্রয়োজন’

মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামে এক মাদরাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজ বাড়ি থেকে ওই মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

নিহত আয়েশা আক্তার (৮) উপজেলা টোনা গ্রামের আলম শেখের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নিহত মেয়েটির দাদি আনোয়ারা বেগম জানান, আয়েশার বাবা-মা চট্টগ্রামে তাদের অন্য তিন সন্তানসহ বসবাস করেন। আয়েশা প্রায় এক বছর আগে তাদের কাছে এসেছিল। এরপর নিহত শিশুটির দাদা-দাদিসহ তারা তিনজনই ওই বাড়িতে বসবাস করছিল। তবে তাদের ঘরের কাছাকাছি অন্য কোনো ঘর নেই।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আয়েশা মাদরাসা থেকে বাড়ি ফিরে ঘরের মধ্যে একা ছিল। এ সময় আনোয়ারা দুপুরের খাবার রান্নার জন্য রান্নাঘরে প্রস্তুতি নিচ্ছিলেন। পরে দুপুর ১২টার দিকে রান্নায় সাহায্যের জন্য আয়েশাকে ডাক দিলেও কোনো সাড়া মেলেনি। পরবর্তীতে ঘরের মধ্যে গিয়ে সে আয়েশার নিথর দেহ খাটের উপুড় পড়ে থাকতে দেখে।

এরপর আয়েশার দাদা মোশারেফ হোসেন তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার জন্য বাড়ি থেকে অটোরিকশাযোগে রওনা দেয়। পরে হাসপাতালের গেটে নিলে সে মারা যায়। তবে এ ঘটনার পর থেকেই মোশারেফ আত্মগোপনে রয়েছে। এরপর খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ রাত সোয়া ৮টার দিকে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, শিশুটির গলায় কালো দাগ থাকায় তার মৃত্যুর বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ