বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

গরমে স্মার্টফোনের সুরক্ষায় যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

স্মার্টফোনের প্রসেসিংয়ের শক্তি ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে থাকছে বড় ব্যাটারি এবং দ্রুতগতির চার্জিং প্রযুক্তি। অনেক সময় স্মার্টফোন খুবই গরম হয়ে যায়। কাজের সময়, চার্জ দেয়ার সময়, ভিডিও চালানো বা ধারণ করার সময় কিংবা গেমিং বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় ফোন বেশি গরম হচ্ছে। অনেকেই ভাবেন, ব্যাটারির সমস্যার কারণে এমনটি হয়ে থাকে।

কিন্তু বিষয়টি তা নয়, গরম আবহাওয়াসহ বিভিন্ন কারণে স্মার্টফোন গরম হতে পারে। তবে কিছু বিষয় লক্ষ্য রাখলে স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করা যায়। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ ডট কম এর প্রতিবেন থেকে এই তথ্য জানা গেছে।

গরম আবহাওয়ায় থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখতে যা করবেন

বৈরী পরিবেশ থেকে স্মার্টফোন সুরক্ষা করুন

নির্মাতারা স্মার্টফোন ব্যবহারকারীদের তাদের ডিভাইসটি মাইনাস ৪ এবং ১১৩ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে পরিবেশে রাখার পরামর্শ দেন। অতিরিক্ত ঠান্ডায় স্মার্টফোন বন্ধ এবং গরমে গেলে ফোন নষ্ট হবার সম্ভাবনা থাকে।

পকেটে ফোন রাখার ক্ষেত্রে সতর্ক থাকুন

প্রচণ্ড গরমে বেশি সময় পকেটে ফোন রাখা যাবে না। কারণ, পকেটে ফোন রাখলে বাইরের তাপমাত্রার সঙ্গে স্বাভাবিক শরীরের তাপও যুক্ত হয়। এতে ফোন আরও বেশি গরম হয়ে যায়। পকেটে ফোন রাখলেও এমন জায়গায় রাখতে হবে, যেখাবে মানবশরীরের স্পর্শ কম থাকে।

ফোন চার্জ দেয়ার ক্ষেত্রে সাবধান হোন

অনেকে রাতে ঘুমানোর আগে ফোন চার্জ দিয়ে রাখেন। কিন্তু বাজারে থাকা অধিকাংশ মডেলের ফোন কয়েক ঘণ্টাতেই পুরো চার্জ হয়ে যায়। ফলে অতিরিক্ত চার্জ থেকে অনেক সময় তাপ উৎপন্ন হয়, ফলে ফোন গরম হয়ে যেতে পারে। তাই ফোন অতিরিক্ত গরম হলে দ্রুত চার্জ বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করে ব্যবহার করতে হবে।

রোদে রাখা গাড়িতে ফোন না রাখা

রোদে পার্ক করে রাখা গাড়িতে ফোন রাখা যাবে না। কারণ রোদের তাপ গাড়িতে পড়লে ফোনও গরম হয়ে যাবে। এতে ফোনের ক্ষতি হতে পারে।

ফোন বন্ধ রাখা

অতিরিক্ত তাপমাত্রা না কমলে ফোন কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হবে। বন্ধ থাকলে ফোনের যন্ত্রাংশগুলো কাজ করা বন্ধ করে দেয়। এতে ফোন নতুন করে গরম হয় না এবং ধীরে ধীরে তাপমাত্রা কমে যায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ