ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সংযুক্ত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে, এমনটাই জানিয়েছেন জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আট দলের শীর্ষ নেতাদের। আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। তবে নেতাদের মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচনের ওপর শঙ্কা রয়েছে।
নির্বাচন উপলক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই সনদ কার্যকর এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত september থেকে রাজপথে একসঙ্গে আন্দোলন করে আসছে জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ আটটি দল।
গতকাল ঘোষণা করা হয়েছে যে, আন্দোলন থেকে গঠিত ঐক্য এবার নির্বাচনী পরিসরেও দৃশ্যমান করতে চায় দলগুলো। এজন্য প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে ইসলামী দলের এই জোট।
নির্বাচনী এলাকার জরিপ বিশ্লেষণ করে আট দলের সমন্বিত প্রার্থী তালিকার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম। যদিও কোন দল কতটুকু আসন পাচ্ছে সে সম্পর্কে এখনও কিছু বলা হয়নি, তবে যতদ্রুত সম্ভব আগামী সপ্তাহের প্রথম দিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা যাবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী সরকারের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তারা বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পরিস্থিতির উন্নতি খুবই জরুরি।
এছাড়াও, নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জামায়াত ৩ জানুয়ারি ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজন করার ঘোষণা দিয়েছে।
এনএইচ/