দেশের অন্যতম বেসরকারি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও প্রধান মুফতি মাওলানা শামসুদ্দিন জিয়া।
বুধবার (২৪ ডিসেম্বর) তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
মুফতি শামসুদ্দিন জিয়া ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞ। তিনি এর আগেও বিভিন্ন ব্যাংকের শরিয়া বোর্ডে দায়িত্ব পালন করেন।
এর আগে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান ছিলেন ইসলামি অর্থনীতিবিদ ও গবেষক মুফতি শাহেদ রহমানী। তবে তিনি বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল শরিয়া বোর্ডের মেম্বার হওয়ায় এই পদে থাকতে পারছেন না।
আরএইচ/