রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া যাবে না: পীর সাহেব চরমোনাই ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের মৃত্যুর আগে শেষ স্ট্যাটাসে যা লিখে গেছেন ফার্মগেটে নিহত যুবক দুই সপ্তাহ ধরে আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা গাজায় শিশুদের জীবন রক্ষায় যুদ্ধবিরতিকে টিকিয়ে রাখতে হবে: ইউনিসেফ সরকারের বোধোদয় না হলে কঠিন কর্মসূচির পথে হাঁটবে ইসলামী আন্দোলন সিম ব্যবহারে নতুন নীতিমালা: ৪ দিন পরেই বাতিল অতিরিক্ত সিমকার্ড বরিশালে নতুন ব্যাচের নূরানী মু'আল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু ১০ নভেম্বর ভালোদের তুলে না আনলে অযোগ্যরা ওয়াজের মাঠ দখল করবেই জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলহাজ্ব আনওয়ারুল কবিরকে আমীর ও মুফতি আতিকুর রহমান সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়।

গতকাল ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত পুরানা পল্টনস্থ ফেনী সমিতি মিলনায়তনে সাধারণ পরিষদের অধিবেশনে পার্টির কেন্দ্রীয় মহাসচিব প্রধান বক্তার আলোচনা শেষে এ কমিটি ঘোষণা করেন।

প্রধান অতিথি হিসেবে পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারীসহ অন্যান্যদের উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী, ওলামা নগরের পীর মুফতী মুখলিসুর রহমান কাসেমী, পীরজাদা মাওলানা ইলিয়াস ফারুকী, কেন্দ্রীয় সংগঠন সচিব প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান, দপ্তর সচিব মুফতি দ্বীনে আলম হারুনী, প্রচার সচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সভাপতি বিএম আমীর জিহাদী, ইসলামী শ্রমিক সমাজের সভাপতি মুফতি ওয়াহীদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

কমিটির অপর সদস্যরা হলেন, নায়েবে আমীর মাওলানা হামিদুল ইসলাম নাফিস, মাওলানা এহতেশামুল হক সাখী, মুফতি যোবায়ের আহমদ, মাওলানা মুফিজুল ইসলাম, আবুল কালাম আজাদ

যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা রাশেদ আল মাদানী, সাংগঠনিক সম্পাদক,

মাওলানা কবির আহমদ মাসরুর, সহকারী সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল্লাহ ইদ্রিস, অর্থ সম্পাদক, মাওলানা ইমদাদ হুসাইন সাকী,

প্রচার সম্পাদক, সাজ্জাদ হোসাইন, সহকারী প্রচার সম্পাদক, মুফতি আনওয়ারুল হক, দপ্তর সম্পাদক মাওলানা আজিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোস্তাফা আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক রবিন চৌধুরী, শ্রম সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আবু ইউসুফ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা যুবাইর, শিল্প ও বানিজ্য সম্পাদক জনাব মামুন প্রধান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ