শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা

বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়ন শাখার মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় কুলঞ্জে এই অধিবেশন অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা ওলিউর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা নুরুদ্দীন আহমদ তাঁর বক্তব্যে বলেন,

বাংলাদেশ প্রতিষ্ঠার পর আমরা 'সোনার বাংলা', 'সবুজ বাংলা', 'ডিজিটাল বাংলা' দেখেছি, কিন্তু প্রকৃত শান্তি পাইনি। এবার আমরা খেলাফতের অধীনে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অধিবেশনে আরও উপস্থিত ছিলেন

মাওলানা লুৎফুর রহমান – সহ সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান রাজু – উপজেলা সহ সাধারণ সম্পাদ মাওলানা এবি এম নোমান – পৌর সভাপতি হাফিজ ইয়াহইয়া বিন হাবীব – পৌর সাধারণ সম্পাদক মাওলানা মেরাজুল হক্ব, মাওলানা রিয়াদ আহমদ, মোঃ হাদিউজ্জামান শেখ মারুফ হাসান – ছাত্র মজলিস উপজেলা সভাপতি মোহাম্মদ রেজওয়ান আহমদ সহ সভাপতি আবিদুর রহমান – সাংগঠনিক সম্পাদক সাদিক আহমদ – অফিস সম্পাদক অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা লুৎফুর রহমানকে সভাপতি ও মাওলানা ওলিউর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ তৃণমূলে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ