বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণে। বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওলিউর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মনযূর আহমদ সালিম, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ ও সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা দাওয়াতি কাজের কৌশল ও কর্মপন্থা, সংগঠন ও দায়িত্বশীলের ভূমিকা, সময় ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্ব, শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ এবং নিবেদিত কর্মী রিহাদ চৌধুরীর প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্র জমিয়তের সভাপতি জাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহ-সাধারণ সম্পাদক এবাদুর রহমান, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ইমরান হাসিব, সমাজসেবা সম্পাদক আব্দুল আলিম, প্রচার সম্পাদক আবুল হাসনাত, আলিয়া মাদ্রাসা সম্পাদক আফজল হোসাইন, দফতর সম্পাদক মো. আরাফাত হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ খালেদ, আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ মাহফুজসহ উপজেলার ইউনিয়ন ও পৌর শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ।
আরএইচ/