বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
শ্রীমঙ্গলে খিদমাহ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহ বিরোধী আইন হবে না: সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ ও পিআর নিয়ে সুরাহা না করেই নির্বাচন আয়োজনে উদ্বেগ: ইসলামী আন্দোলন বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহ্বান ওসমান বিন হাদীর ফ্যাসিবাদ নির্মূল ও পূর্ণ সংস্কারের জন্য ঐক্যের আহ্বান: বাংলাদেশ খেলাফত আন্দোলন বিএনপি কোনো দক্ষিণপন্থি বা উত্তরপন্থি দল নয়: সালাহউদ্দিন আহমদ রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে : রিজভী নির্বাচনের আগে সংস্কার, বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস জিম্মিদের প্রাণহানির আশঙ্কায় গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান সবার আগে ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ইউকে জমিয়তের আলোচনা সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক জুলাই বিপ্লবের বছরপূর্তি উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে  আলেম-উলামা ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনতার বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জুলাইয়ের চেতনা বাস্তবায়নের গুরুত্ব সম্পর্কে আলোচনা ও দেশের জন্য শাহাদাত বরণকারীদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

মঙ্গলবার (৫ আগষ্ট )  লন্ডনের আলতাব আলী পার্কে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম। সঞ্চালনায় ছিলেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন হেফাজতে ইসলাম ইউকের সহ-সভাপতি শায়েখ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ, বিশিষ্ট আলেম মুফতি শাহীদুর রহমান মাহমুদাবাদী, ইউকে জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আখতারুজ্জামান, ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, ইউকে জমিয়তের সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বৃটেনের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বিশেষভাবে অংশগ্রহণ করেন খেলাফত মজলিস বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসানাত হোসাইন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলার সাইফুদ্দিন খালেদ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার অন্যতম নেতা মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল আহাদ, লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউকে জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা খালেদ আহমদ এবং মাওলানা সালেহ আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুফতি আবদুল মুনতাকিম বলেন জুলাইয়ের লাল বিপ্লবের মূলীভূত শ্লোগান হচ্ছে দেশের সর্বস্তরে ন্যায় ইনসাফ ও বৈষম্যহীনতা প্রতিষ্ঠা। এ উদ্দেশ্য সর্বপ্রকার ইসলাম বিরোধী ষড়যন্ত্রের মোকাবেলা ও ইসলামের সুশাসন প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়। জুলাই বিপ্লবের বছরপূর্তি উপলক্ষে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে এ মহান প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হতে পারি, তবেই দেশের জন্য যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মা শান্তি পেতে পারে, অন্যথায় শহীদানের রক্তের সাথে ইতিহাসের নিকৃষ্টতম বেঈমানি ও গাদ্দারির গোনাহে আমাদের কে পতিত হতে হবে।

মুফতি আবদুল মুনতাকিম তাঁর বক্তব্যে আরও বলেন আজকের দিনে আলোচ্য অঙ্গীকার নবায়ন হোক আমাদের জন্য আগামী দিনের দৃঢ় প্রত্যয়। 

সভায় বক্তাগন তাঁদের আলোচনায় বলেন জুলাই বিপ্লবের বছরপূর্তির এ ঐতিহাসিক দিনে আমারা যেন শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশের মজলুম শহীদ আলেম উলামার আত্মদানের কথা ভুলে না যাই, পিলখানা হত্যাকাণ্ডের শহীদরাও অবর্ণনীয় জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, ভাষ্কর্যের মাধ্যমে মুসলিম উম্মাহর উপর পৌত্তলিক সংস্কৃতি চাপিয়ে দেয়ার প্রতিবাদ করায় যাদের কে শহীদ করা হয়েছে, তাঁরাও আমাদের জন্য অনুস্মরণীয়। জুলাই বিপ্লবের শহীদেরা তো ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন স্বাধীনতার সূর্য উদিত করেছেন। এসব শহীদদের রক্তের বিচার জুলাইয়ের লাল বিপ্লবের সবচেয়ে বড় দাবি।

বক্তাগণ বলেন দুঃখজনক হলেও সত্য যে এত সব বিভীষিকাময় হত্যাকান্ডের বিচার কার্য এখনো দৃশ্যমান নয়। যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে বিভীষিকাময় হত্যাকান্ড সমুহের বদলা নেয়া হবেনা, জুলাই বিপ্লব অসমাপ্তই রয়ে যাবে, ‌ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই বিপ্লবকে চলমান থাকতে হবে। এটাই এ গণ অভ্যুত্থানের অপরিহার্য দাবি।

সভা শেষে সভাপতি মুফতি আবদুল মুনতাকিম উপস্থিত সবাইকে নিয়ে শহীদদের আত্মার মাগফেরাত ও পরিবার পরিজনের সবর-ধৈর্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ