সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব। সম্প্রতি স্ত্রীর সঙ্গে তার বিরোধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জমিয়ত তার পদ স্থগিত করেছে এবং বিষয়টি তদন্তের জন্য দুই সদস্যের কমিটি করে দিয়েছে।
বুধবার (১৪ মে) রাতে জমিয়তের দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতী তালহা ইসলাম সম্পর্কে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অভিযোগ ও খবরাখবর সামনে আসার পরিপ্রেক্ষিতে দলের সম্মানিত সভাপতির আদেশক্রমে কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মাদ কাসেমীর সমন্বয়ে দুই সদস্যের একটি দলীয় তদন্ত কমিটি গঠন করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত তদন্ত কমিটির রিপোর্ট আসা পর্যন্ত মুফতী তালহা ইসলামের দলীয় পদ অস্থায়ীভাবে স্থগিত ঘোষণা করা হলো।
এনএইচ/