শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীকে ইসির শোকজ

নেত্রকোনার দুর্গাপুরে আস সুন্নাহ পক্ষ থেকে উদ্যোক্তা তৈরি প্রকল্পের অর্থ সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প- ২০২৫ এর আওতায় নেত্রকোনার দুর্গাপুরে মোহাম্মদ শফিকুল ইসলাম শামীম নামের এক যুবককে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মোহাম্মদ শফিকুল ইসলাম শামীম দুর্গাপুর উপজেলা চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় গ্রামের মুহাম্মদ সুরুজ আলীর ছেলে। সন্তানাদি বেশি থাকায় সবাইকে আলাদা করে দিয়েছেন সুরুজ মিয়া, অভাব অনটনের সংসারে শামীম মিয়ার চলতে খুব কষ্ট হচ্ছিলো।

আস সুন্নাহ ফাউন্ডেশনের অনলাইন পেজে তথ্য পেয়ে আবেদন করেন শামীম মিয়া। এর পর যাচাই-বাছাই শেষে তাকে উদ্যোক্তা হতে সহায়তা করে আস সুন্নাহ ফাউন্ডেশন।

দক্ষতা আপনার, অর্থ আস সুন্নাহ ফাউন্ডেশনের। এই স্লোগানকে সামনে রেখে হোটেল ব্যবসায় অভিজ্ঞতার ভিত্তিতে তাকে হোটেল ব্যবসায় সহায়তা করে আস সুন্নাহ ফাউন্ডেশন। প্রথম অবস্থায় তাকে ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে, পর্যায় ক্রমে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে।

এরি আলোকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন শামিম মিয়া। আজ ১৪ই মে বিকেলে তার হোটেল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হয়ে। দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসাইন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ, জনাব রায়হানুল হক। অতিরিক্ত কৃষি অফিসার, দুর্গাপুর, নেত্রকোনা। ও প্রশাসক, চন্ডিগড় ইউনিয়ন পরিষদ, দুর্গাপুর উপজেলা নেত্রকোনা। জনাব জহুরুল ইসলাম, (পিআইও) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। দুর্গাপুর উপজেলা নেত্রকোনা। জনাব জামাল তালুকদার সাবেক সাধারণ সম্পাদক দুর্গাপুর প্রেসক্লাব। ও সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক সুসঙ্গ বার্তা।

 আস সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল প্রতিনিধি মুহাম্মদ ফিরোজ হোসাইন ও মুহাম্মদ আসাদুজ্জামান লিমন। স্বেচ্ছাসেবক মাসউদুর রহমান ফকির। মাওলানা সিরাজুল ইসলাম, ফারুক ইসলাম, তাওহীদ হোসেন, আলম মিয়া সহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ