বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


আমি আর ডামি নির্বাচনে ক্ষমতায় ছিল আ.লীগ: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

‘আমি আর ডামি নির্বাচনে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বলেন, বিগত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল। ফলে মানুষ গুম-খুন হয়েছে। মানুষের ইজ্জত নষ্ট হয়েছে, সম্পদ ধ্বংস করেছে। এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কে করেছে, এদেশের কৃষক-শ্রমিকরা তো করেনি। করেছে উপর তলার লোকজন। যাদের শাসক তো এদেশের মানুষ বানায়নি। তারা আমি আর ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে।’

সোমবার রাত ৭টার দিকে মাদারীপুরের মস্তফাপুরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যা বিগত কয়েকটি বাজেটের সমান। ফলে দেশের আর্থিক অবস্থাকে তারা তলানীতে নিয়ে গেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ন্যায়-বিচারভিত্তিক শাসক নির্বাচন করতে হবে।

তিনি আগামীতে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় জামায়াতের আমিরকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুরের দলীয় নেতাকর্মীরা।

এর আগে সন্ধ্যার পরপরই জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার নেতাকর্মীদের পাশাপাশি ইসলামিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা জড়ো হন মস্তফাপুরে। এ সময় ডা. শফিকুর রহমান গাড়ির উপরে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। পরে তিনি নিজ গাড়িযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেসুর রহমান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, নায়েবে আমির হাফেজ কাজী ইয়াদুল হক, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, মাদারীপুর সদর উপজেলা আমির হুমায়ুন কবির, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফ হাসান, সেক্রেটারি রিফাত হাসানসহ অনেকেই।


সম্পর্কিত খবর