শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির; মহাসচিব মুফতী সাখাওয়াত রাজী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির; মহাসচিব মুফতী সাখাওয়াত রাজী

ইসলামী ঐক্যজোটের  সাবেক ও বর্তমান কমিটির আহ্বানে কনভেনশন অনুষ্ঠিত হয়েচে। এতে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব নিযুক্ত হয়েছেন মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর লালবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কনভেনশনের অন্যতম আহ্বায়ক মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।

কনভেনশনে শুরা ও নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয় এবং নির্বাহী কমিটির আংশিক ঘোষণা করা হয়। দলীয় সংবিধানের অনুচ্ছেদ-১৪ এর (খ) অনুযায়ী আগামী ৩ বছরের জন ̈কনভেনশনে জোটের মজলিশে শূরার ৩৬ সদস্যের নাম প্রস্তাব করা হলে মজলিসে শূরার প্রস্তাবিত তালিকা সর্বসম্মতিক্রমে অনুমোদন প্রদানের মাধ্যমে নির্বাচিত করে।

তারপর সংবিধানের অনুচ্ছেদ-১৪ এর (১) অনুযায়ী শুরা কমিটি ও উপিস্থিত সকল প্রতিনিধিদের সম্মতিক্রমে চেয়ারম্যান নিযুক্ত হন মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব নিযুক্ত হন মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।

কনভেনশনে প্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য ̈রাখেন, মাওলানা মুফতী আতিকুল্লাহ নরসিংদী, মাওলানা শামসুল হক বড়াইলী কেরানীগঞ্জ, মাওলানা নুরুল হুদা ফেনী, ইঞ্জিনিয়ার শামসুল হক ও মুফতী মুহাম্মাদ আব্দুল হান্নান শেখ বগুড়া, মুফতী শামসুল আলম ঢাকা, মাওলানা হেদায়েতুল্লাহ গাজী, মুফতী শামীম আহমদ গাজীপুর, মাওলানা জহরুল হক ফরিদপুর, মাওলানা আবু জাফর মোমেনশাহী, মাওলানা দ্বীন  মুহাম্মদ আশরাফী কুমিল্লা, মাওলানা আবুল বারাকাত ঢাকা, মাওলানা বুরহান উদ্দীন কাসেমী বি-বাড়ীয়া, মাওলানা ইউসুফ ভুইয়া, মাওলানা খালিদ সাইফুল্লাহ সিরাজী প্রমুখ।

কনভেনশনে নব নির্বাচিত নির্বাহী কমিটির মধ্য থেকে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা হেদায়েতুল্লাহ গাজী, মাওলানা মঞ্জুর মুজিব, মাওলানা শহিদুল ইসলাম ইনসাফী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা ত্বলহা, মাওলানা সাইফুল্লাহ হাবিবী, মাওলানা নাসির উদ্দীন নুরী, মাওলানা ইরফান, মাওলানা ছানাউল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ