রবিবার, ২৫ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৭ জিলকদ ১৪৪৬


পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে শিশির মনিরের ১০ পরামর্শ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা। নানা ঘটনা আর পাল্টাপাল্টি অবস্থানের ভেতর দিয়ে অস্থির হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। 

এমন পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ১০টি পরামর্শ দিয়েছেন ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শনিবার দুপুরে শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাজনৈতিক দলগুলোর জন্য এসব পরামর্শ তুলে ধরেন।

তার পরামর্শগুলো হলো :
পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বন্ধ করা; মাথা ঠাণ্ডা রাখা, অযথা উত্তেজিত না হওয়া; নিজের মতো করে ত্যাগের মানসিকতা বৃদ্ধি করা; অযথা খোঁচাখুঁচি করা থেকে বিরত থাকা; পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি; যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু সম্মান প্রদর্শন করা; সিনিয়রদের সম্মান দেওয়া; জুনিয়রদের স্নেহ করা; সন্দেহের বশবর্তী হয়ে কোনো কথা/কাজ না করা; সব ধরনের মব বন্ধ করা; এবং পজিটিভ ভূমিকা রাখা।  

তিনি বলেন, ইনশাল্লাহ দ্রুতই পরিস্থিতি পূর্বের চেয়ে ভালো হয়ে উঠবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ