শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

একদফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের লাঠি মিছিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

একদফা দাবিতে রংপুরে লাঠি মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। এসময় আগামী ২৯ মে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (২৪ মে) দুপুরে রংপুর নগরীর মেডিকেল মোড়ে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে সকাল ১০টায় রংপুর নগরীর সরকারি-বেসরকারি বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমানে জড়ো হন। এ সময় বিক্ষোভকারীরা ‘দাবি মোদের একটাই— ডিপ্লোমাকে ডিগ্রি চাই’ স্লোগান দেন। পরে লাঠি হাতে মিছিল করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা নার্সিং পাস করার পরও তারা শিক্ষা, চাকরি ও উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। ডিপ্লোমা কোর্সগুলোকে যদি ডিগ্রির সমমান না দেওয়া হয়, তাহলে এ পেশায় আগ্রহ হারাবে ভবিষ্যৎ প্রজন্ম। ফলে স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব পড়বে।

কলেজ ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম থাকার গুঞ্জন
নার্সিং শিক্ষার্থী সজিব ইসলাম বলেন, আমাদের ন্যায্য দাবি মেনে নিতে এত সময় লাগছে কেন আমরা তা জানি না। আমাদের প্রতি এমন বৈষম্য নিরসন হবে কবে সরকারের কাছে জানতে চাই।

আরেক শিক্ষার্থী মনিরা পারভীন বলেন, এতদিন পড়াশোনা করে এইচএসসি সমমানের সার্টিফিকেট দেয় তারা। এটা তো হতে পারে না। আমরা দাবি আদায়ে সব ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির রংপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ